শ্রীদেবী’র গানে নেচে সকলের মন জয় করলেন অভিনেত্রী তিয়াসা রায়

অভিনেত্রী তিয়াসা রায়

অভিনেত্রী তিয়াসা রায় ওরফে কৃষ্ণকলির শ্যামা, তার প্রথম ধারাবাহিক বাজিমাত। কৃষ্ণকলি সিরিয়ালে তার অভিনয় পাকাপাকিভাবে চলচ্চিত্র জগতে জায়গা দখল করে নিয়েছে।

তিয়াসা রায় মা কাকিমাদের কাছে শ্যামা হিসাবেই বেশি পরিচিত।  নতুন বছরের শুরুতেই টেলিভিশনের পর্দায় এই ধারাবাহিক ইতি টেনেছে। তবে দর্শক ভুলতে পারেনি পর্দার শ্যামাকে। অল্প সময়ের মধ্যে ভালো ফ্যান ফলোয়ার্স অর্জন করে নিয়েছে। অন্যদিকে সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় অভিনেত্রী তিয়াসা রায়।

মাঝে মধ্যেই রিল ভিডিও বানিয়ে থাকেন তিয়াসা। সম্প্রতি তার একটি রিল ভিডিও বেশ জনপ্রিয় হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এই রিলে অভিনেত্রীকে ‘মিস্টার ইন্ডিয়া’র জনপ্রিয় গান ‘হাওয়া হাওয়াই’তে নাচ করতে দেখা গেছে। গাঢ় নীল রঙের লং ড্রেসে, খোলা চুলে শ্রীদেবীর মতো সেজে নেটিজেনদের প্রশংসা কুড়িয়েছেন পর্দার শ্যামা।

সূত্রঃ kolkatajournal . com/entertainment-news/bengali-serial/tyasha-roy-made-a-reel-video-on-the-song-hawa-hawai-12983

Leave A Reply

Please enter your comment!
Please enter your name here