অভিনেত্রী তিয়াসা রায় ওরফে কৃষ্ণকলির শ্যামা, তার প্রথম ধারাবাহিক বাজিমাত। কৃষ্ণকলি সিরিয়ালে তার অভিনয় পাকাপাকিভাবে চলচ্চিত্র জগতে জায়গা দখল করে নিয়েছে।
তিয়াসা রায় মা কাকিমাদের কাছে শ্যামা হিসাবেই বেশি পরিচিত। কৃষ্ণকলি দেখার জন্য সন্ধ্যের পর টিভির পর্দায় বসে যান বাড়ির মা-কাকিমারা। কৃষ্ণকলি ধারাবাহিক প্রথম থেকেই টিআরপির শীর্ষে থাকে।
যদিও মাঝে ১৮ বছরের লিপে ধারাবাহিকের টিআরপি একটু নেমে গেলেও দর্শকের মন জয় করেছেন শ্যামা। সিরিয়ালে এখন শ্যামা ও লিখিলের পুনর্বিবাহের গল্প চলছে।
অভিনেত্রী তিয়াসা রায় নিজের রিয়েল লাইফেও বিবাহিত। সম্প্রতি স্বামী সুবানের সাথে তৃতীয় বিবাহ বার্ষিকী উদযাপন করলেন এবং ইনস্টায় সেই ছবিও শেয়ার করেছেন অভিনেত্রী। নিজের জীবনে স্বামীর সঙ্গে সুখে সংসার করছেন তিয়াসা।
অভিনেত্রী সোশ্যাল মিডিয়ায় ভালো চর্চিত। সম্প্রতি তিয়াসা নিউ মেকআপ লুকে নিজেকে ধরা দিয়েছেন। ছবি শেয়ার মাত্রই নেটদুনিয়া ভালো প্রশংসা পেয়েছেন অভিনেত্রী।
ক্রিম কালারের সিল্ক শাড়ি সাথে বেগুনি ব্লাউজ। নিউ মেকআপের সাথে খোলা চুলে অসাধারণ দেখাছে কৃষ্ণকলির শ্যামাকে। ভিডিওর ব্যকগ্রাউন্ডে বাজছে ‘তেরে বিনা’। এই নতুন লুকে রীতিমতো ভাইরাল অভিনেত্রী।