টলিপাড়ায় কমছে কাজের পরিসর, অভিনয়ের পাশাপাশি নতুন উদ্যোগের পথে অভিনেত্রী তনিমা সেন

তনিমা সেন

টলিপারায় কমছে কাজের পরিসর, অভিনয়ের পাশাপাশি অনেক শিল্পীরাই বিকল্প পথ খুঁজে নিয়েছেন। কেউ নিজস্ব পোশাক বিপণি খুলেছেন তো কেউ সমাজমাধ্যম থেকে বিকল্প উপার্জনের পথ বেছে নিয়েছেন।

ইন্ডাস্ট্রির বর্ষীয়ান অভিনেত্রী তনিমা সেনও এবার সেই তালিকায় নিজের নাম জুড়লেন। আনন্দবাজার আনলাইনকে অভিনেত্রী জানালেন, তিনি একটি ইউটিউব চ্যানেলে খুলতে চলেছেন। কিন্তু কী বিষয় নিয়ে হবে অভিনেত্রীর এই ইউটিউব চ্যানেল? অভিনেত্রীর এই নতুন উদ্যোগের নাম ‘শিল্প বাসনা’।

তনিমা সেন জানিয়েছেন, বাঙালি চিত্রশিল্পীদের নিয়ে কাজ করতে ইচ্ছুক অভিনেত্রী। তার এই নতুন উদ্যোগ প্রসঙ্গে আনন্দবাজার ডট কমকে তনিমা বললেন, ‘প্রথমত, সমাজমাধ্যমের দুনিয়ায় বাঙালি চিত্রশিল্পীদের নিয়ে খুব বেশি কাজ হয়নি। দ্বিতীয়ত, ছোটবেলায় ছবি আঁকার প্রতি আমার ঝোঁক ছিলই। পরবর্তী সময়ে অভিনয়ে চলে আসায় আর সেটা নিয়ে কোনও কাজ করা হয়নি।’

অভিনেত্রী আরও জানান, ঠাকুরবাড়ির চিত্রশিল্প থেকে শুরু করে নন্দলাল বসু, যামিনী রায় বা গণেশ পাইন শিল্পীদের কাজ নিয়ে তাঁদের উত্তরসূরিদের সাক্ষাৎকার নেবেন তিনি। জানান, বাংলা নববর্ষের পরই একে একে শিল্পীদের সাক্ষাৎকারের শুটিং শুরু করবেন তনিমা।

অভিনেত্রীর এমন নতুন উদ্যোগের কারণে তিনি হয়ত অভিনয় থেকে দূরে সরে যেতে চাইছেন এমনটা ভাবার কোন কারণ নেই তাও জানান তনিমা। এই প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘এখন তো আগের মতো অভিনয়ের প্রস্তাব আসছে না। তাই সময়টা নষ্ট করতে চাইছি না।’