একসময় নায়িকার প্রস্তাব ফিরিয়ে দেন! কোথায় হারিয়ে গেলেন ‘ইচ্ছে পুতুলে’র জনপ্রিয় ভিলেন ‘ময়ূরী’ শ্বেতা মিশ্র

শ্বেতা মিশ্র

অভিনেত্রী শ্বেতা মিশ্র, বাংলা ধারাবাহিকের একজন জনপ্রিয় খলনায়িকা। ‘ধুলোকণা’, ‘ইচ্ছে পুতুল ধারাবাহিকে ভিলেন চরিত্রে অভিনয় করেই ব্যাপক যশ খ্যাতি লাভ করেছিলেন।

বহুদিন ধরেই এই ইন্ডাস্ট্রিতে রয়েছে শ্বেতা। ‘জাহানারা’য় ধারাবাহিকের হাত ধরেই ছোটপর্দায় অভিনয় শুরু। তাকে ভিলেন হিসাবে দেখা গেলেও নায়িকা হওয়ার যোগ্যতা রয়েছে তার মধ্যে। তবে অভিনেত্রী এক সময় জানিয়েছিলেন তার কাছে নায়িকা হওয়ার প্রচুর অফার এসেছে। কিন্তু তিনি অফার ফিরিয়ে দেন। কারণ তার অন্যরকম ভাবে কিছু করার ইচ্ছে ছিল।

এছাড়াও অভিনেত্রী মনে করেন তিনি অভিনেত্রী হতে চলেছেন নায়িকা হতে আসেননি। ধুলোকণা ধারাবাহিকের চড়ুই চরিত্রে এবং ইচ্ছে পুতুল ধারাবাহিকে ময়ূরী চরিত্রে অভিনয় করে খলনায়িকার তালিকায় প্রথম সারিতে নাম লিখিয়ে নিয়েছে।

তবে এত জনপ্রিয়তার পাওয়ার পর ইচ্ছে পুতুলের পর তাকে আর কোনও ধারাবাহিকে দেখা যাচ্ছে না। এমনকি সোশ্যাল মিডিয়ায় দীর্ঘদিন ধরে কোনও আপডেট নেই। অভিনয় জগত থেকে কোথায় হারিয়ে গেলেন শ্বেতা। আবার কবে ছোটপর্দায় ফিরবেন তিনি? উত্তর অধারা।