বিয়ের আর মাত্র ৯ দিন। তারপরেই ‘নিম ফুলের মধু’ সৃজন অর্থাৎ অভিনেতা রুবেল দাসের সাথে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য। আপাতত জোর কদমে চলেছে বিয়ের প্রস্তুতি।
গতকালই নিম ফুলের মধু’র গোটা টিম থেকে রুবেল কে আইবুড়ো ভাত দেওয়া হয়েছে। রুবেলের পরে এবার শ্বেতার খেলেন শুটিং সেটে আইবুড়ো ভাত। কোন গোপনে মন ভেসেছে’র গোটা টিম পঞ্চ ব্যঞ্জন সাজিয়ে শ্বেতাকে আইবুড়ো ভাত খাওয়ালেন।
গলায় ফুলের মালা, মাথায় টোপর পড়ে জমিয়ে আইবুড়ো ভাত খেলেন শ্বেতা। অনস্ক্রিন বর, সতীন, ননদ আর শাশুড়ি সকলে মিলে উপস্থিত ছিলেন। শ্যামলীর অনস্ক্রিন ননদ অর্থাৎ অভিনেত্রী অস্মিতা চক্রবর্তী সেই ছবি শেয়ার করে লেখেন, ‘দিদির আইবুড়ো ভাত।’
View this post on Instagram