পাঠানকোটে কোভিড রোগীকে অক্সিজেন পাঠিয়ে প্রশংসিত হলেন অভিনেত্রী স্বস্তিকা

অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়

এই অতিমারি সময় মানুষের পাশে ঝাঁপিয়ে পড়ছেন বাঙালি অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় । তার সোশ্যাল মিডিয়ায় টাইমলাইন এখন শুধু অক্সিজেন সিলিন্ডার, হাসপাতালের বেডের ঠিকানা। কিছুদিন আগেই রক্তদান করেছিলেন।

অনেকেই সহায়তার জন্য ম্যাসেজ করছেন অভিনেত্রীকে। সাথে সাথে স্বস্তিকা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। শনিবারের রাতে এক মহান কাজ করে নজির গড়ল অভিনেত্রী। নিজের সোশ্যাল মিডিয়ায় সেই কথা শেয়ারও করেন। অভিনেত্রীর কাছে শনিবার মাঝ রাতে অভিনেত্রীকে টুইট করেন একজন। তার দ্রুত অক্সিজেনের প্রয়োজন। তাও আবার  পাঠানকোটে কোভিড রোগীর জন্য। এক রাতের মধ্যেই অক্সিজেন পাঠাতে হবে।

তবে সেই অসম্ভবকে সম্ভব করেছেন অভিনেত্রী। ফোনে তিনি যোগাযোগ করেন রোগীর সঙ্গে। দুশ্চিন্তায় মাথায় আসছিল না পাঠানকোট জায়গাটি ঠিক কোথায়। ঠাণ্ডা মাথায় ভাবেন সেটা পঞ্জাবে। তারপরই স্বস্তিকা খোঁজা শুরু করে দেয় চেনা লোকজন এবং অনেক সংগঠনের সাথে। অবশেষে সবাই একসাথে হয়েই জোগাড় হয়ে যায় সিলিন্ডার এবং ওই রাতেই অক্সিজেন পৌঁছে যায় পাঠানকোটে। রোগীর প্রয়োজন মিটতেই স্বস্তি পান অভিনেত্রী।

অভিনেত্রী জানান, তার কাছে এই রাত স্মরণীয় হয়ে থাকবে। এইভাবেই করোনা পরিস্থিতিতে মানুষের পাশে দাঁড়াচ্ছেন অভিনেত্রী। সকলে তাকে কুর্নিশ জানায় সোশ্যাল মিডিয়ায়।

Leave A Reply

Please enter your comment!
Please enter your name here