এই অতিমারি অনেক কিছু আমাদের শিখিয়ে দিল। কীভাবে একা জীবন কাটাতে হয় আবার কীভাবে মানুষের বিপদে দূর থেকে চাইলে ঝাঁপিয়ে পড়া যায়। দেশে যখন অক্সিজেনের অভাব, হাসপাতালে বেডের অভাব, ঠিক তখন সোশ্যাল মিডিয়ায় একদল সাধারণ মানুষ ঝাঁপিয়ে পড়ছে অসহায় মানুষদের পাশে। অক্সিজেন, হাসপাতালের বেডের খোঁজ দিচ্ছে ফেসবুকের মাধ্যমে। সাধারণ মানুষের মতো পিছিয়ে নেই তারকারাও। কোভিড আক্রান্তদের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়।
তবে এবার অন্যরকম তথ্য সামনে আনলেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। তার দাবী এই সংকটময় পরিস্থিতিতে কিছু অসাধু ব্যবসায়ী রোগীর চিকিৎসার প্রয়োজনীয় ক্ষেত্রে জালিয়াতি করছে। চরম সংকটে কোভিড-ওষুধের জালিয়াতি নিয়ে সরব স্বস্তিকা।
স্বয়ং অভিনেত্রী জালিয়াতির ফাঁদে পড়ে। তিনি তার সোশ্যাল মিডিয়ায় একটি চ্যাট শেয়ার করেছেন, যেখানে দেখা যাচ্ছে অভিনেত্রী স্বস্তিকার কাছে ৬টা ডোজের জন্য ৩০ হাজার টাকা দাম চাওয়া হয় এবং বলা হয় অর্ধেক টাকা আগে পেমেন্ট করতে হবে এবং বাকি টাকা পরে। দিল্লিবাসী এই ব্যক্তির নামে অভিনেত্রী আইনি পদক্ষেপ নিয়েছেন। পুলিশে অভিযোগ করছেন সেই ব্যক্তির নামে এবং সোশ্যাল মিডিয়ায় ব্যক্তির নম্বর ছড়িয়ে দিয়েছেন যাতে কেউ এই অসাধু ব্যক্তির ফাঁদে না পড়ে।
View this post on Instagram