শুক্রবার রাত থেকে হঠাৎ গায়েব অভিনেত্রী স্বস্তিকা দত্তের ফেসবুক প্রোফাইল। ক্ষুদ্ধ অভিনেত্রী। কেন ফেসবুক থেকে উড়িয়ে দেওয়া হল অভিনেত্রীর প্রোফাইল?
কিছুদিন আগে বাংলা টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকার নামে তৈরি করা হয়েছিল ফেক ফেসবুক প্রোফাইল একাউন্ট। সেই ভুয়ো অ্যাকাউন্টের বিরুদ্ধে রিপোর্ট করার জন্য অনুরাগীদের কাছে অনুরোধ জানায় স্বস্তিকা। আর সেখানেই ঘটে বিপত্তি।
আচমকাই কেউ তাঁর আসল একাউন্টের বিরুদ্ধেই রিপোর্ট করে দেয়। যার ফলে তার ফেসবুক প্রোফাইল বন্ধ করে দেওয়া হয়েছে। ইনস্টা লাইভে এসে বিরক্ত প্রকাশ করেন অভিনেত্রী। স্বস্তিকা জানান, “আমার নামে একটি ফেক একাউন্টে খুলে আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো হয়েছিল। আমি প্রোফাইলটি ভালো করে চেক করে দেখি ভুয়ো। ফেক অ্যাকাউন্টের ছবি ও লিঙ্ক আপলোড করে সকলকে রিপোর্ট করার অনুরোধ জানাই। কিন্তু আমি সত্যিই অসন্তুষ্ট। কেউ আমার আসল প্রোফাইলে রিপোর্ট করে দিয়েছে”।
View this post on Instagram
অনুরাগীদের তিনি আশ্বাস দিয়েছেন কিছুদিনের মধ্যেই কামব্যাক করবেন তিনি। তার টিম এবং ফেসবুক টিম এই ব্যাপারটি নিয়ে দেখছে। আপাতত ইনস্টাগ্রামে অনুরাগীদের সাথে যোগাযোগ রাখবেন অভিনেত্রী।