আট বছর পর ফের ছোটপর্দায় ‘প্রফেসর বিদ্যা ব্যানার্জি’ হয়ে ফিরলেন অভিনেত্রী স্বস্তিকা দত্ত

অভিনেত্রী স্বস্তিকা দত্ত

ফের ছোটপর্দায় নতুন গল্প নিয়ে হাজির অভিনেত্রী স্বস্তিকা দত্ত। অভিনেত্রীকে শেষবার দেখা গিয়ে গিয়েছিল স্টার জলসার ‘বিজয়িনী’ ধারাবাহিকে। জি বাংলায় ‘তোমার খোলা হাওয়া’ ধাত্রাবাহিকের পর আর সিরিয়ালে ফিরবেন না বলেই ঠিক করেছিলেন স্বস্তিকা। ছোটপর্দা থেকে বিরতি নিয়ে যদিও বেশ কিছু সিরিজে কাজ সেরেছেন অভিনেত্রী। তবে বর্তমানে সিদ্ধান্ত বদলে দর্শকদের জন্য আবারও নতুন চমক আনছেন অভিনেত্রী।

জানা যাচ্ছে, পরিচালক স্নেহাশিস চক্রবর্তীর ব্লুজ প্রোডাকশন হাউসের হাত ধরে কামব্যাক করছেন স্বস্তিকা। স্টার জলসার এই নতুন ধারাবাহিকের নাম ‘প্রফেসর বিদ্যা ব্যানার্জি’। প্রায় আট বছর পর আবারও স্টার জলসার পর্দায় ফেরা অভিনেত্রীর।

ফের ছোটপর্দায় ফেরার সিদ্ধান্ত কেন নিলেন অভিনেত্রী? স্বস্তিকার কথায়, “বিদ্যা ব্যানার্জি’র চরিত্রটার জন্যই সিরিয়ালে ফিরলাম। প্রোযোজক-পরিচালক স্নেহাশিস চক্রবর্তীর কাছে গল্পটা পাঁচ মিনিট শুনেই বলেছিলাম এটা আমি করবই। দর্শক আমাকে কখনও এই ভাবে আগে দেখেনি।” নতুন ধারাবাহিকে স্বস্তিকার লুকও বেশ চমকপ্রদ।

‘হাতে শুধু বীণা ও পুস্তক নয়, মাঝে মাঝে বেতও তুলে নিতে হয়সিক্ষা দেওয়াতে…’ ধারাবাহিকের ট্যাগলাইন এটাই। ইতিমধ্যেই শুটিং শুরু হয়ে গিয়েছে ধারাবাহিকের। এবার বিদ্যা ব্যানার্জি’র চরিত্রে স্বস্তিকা দর্শকের কতটা মন জয় করতে পারে সেটাই দেখার অপেক্ষা।