বড়পর্দা থেকে নিজের ক্যারিয়ার শুরু করলেও ছোট পর্দা থেকে সাফল্য অর্জন করেন অভিনেত্রী স্বস্তিকা দত্ত। রাজ চক্রবর্তীর ‘পারব না আমি ছাড়তে তোকে’ ছবিতে অভিনয় দিয়ে জার্নি শুরু করেছিল। প্রথম ছবিই সুপারহিট। ‘হরিপদ ব্যান্ডওয়ালা’ ছবিতেও তাকে দেখা যায়।
এরপর জি বাংলা জনপ্রিয় ধারাবাহিক ‘কি করে বলব তোমায়’ রাধিকা চরিত্রে স্বস্তিকার জনপ্রিয়তা এক ধাক্কায় অনেকটাই ওপরে তুলে দিয়েছে। ধারাবাহিকের কর্ণ-রাধিকার জুটি আজও সেরার সেরা।
‘কী করে বলবো তোমায়’ ধারাবাহিক শেষ হওয়ার পর ওয়েব সিরিজ, মিউজিক ভিডিওর কাজ নিয়ে ব্যস্ত ছিলেন অভিনেত্রী। সম্প্রতি আরও একবার পর্দায় ফিরছেন স্বস্তিকা। তবে এবারে ছোটপর্দায় নয়, শুরু হচ্ছে ওয়েব প্ল্যাটফর্মের বিশেষ বিভাগ ‘হইচই টিভি প্লাস’।
সেখানেই ধারাবাহিকের মতো প্রতি দিন বা সপ্তাহে একটি করে এপিসোড আসবে দর্শকের জন্য। যা এক কথায় টেলি সিরিজ। সদ্যবিবাহিত এক মহিলার লড়াইয়ের গল্প বলবে ‘আতঙ্ক’। সিরিজের মুখ্য ভূমিকায় থাকছেন স্বস্তিকা। পর্দায় নতুন অবতারে স্বস্তিকা দর্শকের কতটা মন ছুঁতে পারে সেটাই দেখার পালা।