সিনেমা-ওটিটি প্ল্যাটফর্মে কাজ করলেও ছোটপর্দায় অভিনয় করেই মিলেছে ব্যাপক খ্যাতি। বর্তমানে বিদ্যা ব্যানার্জি সিরিয়ালের সুবাদে জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন অভিনেত্রী স্বস্তিকা দত্ত। অভিনেত্রীর ব্যক্তিগত জীবন হামেশাই থেকেছে লাইমলাইটে। এবার নিজের স্বপ্নপূরণ করলেন নায়িকা।
স্বস্তিকা তাঁর পোস্টে লিখেছেন, ‘স্বপ্ন অনেক সময় দীর্ঘ পথ হাঁটার পর সত্যি হয়।’ তিনি আরও জানান যে, এই পর্যায়ে পৌঁছাতে তাঁকে অনেক কিছু ত্যাগ করতে হয়েছে এবং দিনের পর দিন শুটিং ফ্লোরে অক্লান্ত পরিশ্রম করতে হয়েছে।
সম্প্রতি নিজের ফেসবুক পোস্টে নিজেই সুখবর ভাগ করেন অভিনেত্রী। নিজের নতুন বাড়ি কিনলেন স্বস্তিকা। মাত্র ৩১ বছর বয়সেই জীবনে বড় স্বপ্ন পূরণ করলেন অভিনেত্রী।
নিজের নতুন বাড়িতে দাঁড়িয়ে ছবি পোস্ট করে স্বস্তিকা জানিয়েছেন, এই বাড়িটি তার কাছে কেবল একটি ইমারত নয়, বরং তার বছরের পর বছর পরিশ্রমের প্রতিফলন। নিজের উপার্জনের টাকায় কেনা এই মাথার উপরের ছাদটি তার জীবনের অন্যতম বড় প্রাপ্তি। আজ নিজের ঘর সাজানোর আনন্দই আলাদা।
নতুন বাড়ি কিনলেও এখনও পর্যন্ত সাজানা হয়নি তার বাড়ি। নিজের এই নতুন ঠিকানায় জীবনের এক নতুন অধ্যায় শুরু করতে চলেছেন স্বস্তিকা।
অভিনেত্রীর লেখায়, ‘স্বপ্ন হঠাৎ করেই সত্যি হয়ে যায়… কিন্তু নিজের স্বপ্নের মধ্যে জায়গা সবাই কে দেবেন না… ওটা নিজের থাক…বাবা আমার বাড়ি হলে ব্যালকনি টা মাস্ট, মা আমাকে আমার অনুযায়ী সাজাতে দেবে কিন্তু, ওই তোমার,কাচের বাটি গ্লাস,এটা ওটা হবেনা করোনা। একটু যদি নিজের স্বপ্ন পূরণের কথাটা আগে ভাবতাম তাহলে ১২ বছর লাগত না… না? আমার এই পৃথিবীর অংশ আমি, আমার পরিবার! এখানেই হবে গল্প লেখা..’।


