ধারাবাহিকের মাঝপথে মুখ বদল নতুন কিছু নয়। আগে এমন বেশ কিছু ধারাবাহিকের মাঝপথে প্রধান চরিত্রের মুখ বদল হয়েছে। এমনকি কখনও কখনও দেখা যায় টিআরপির জন্য নায়িকাও পাল্টানো হয়। এবার মুখ বদল হতে চলেছে ‘শুভ বিবাহ’ ধারাবাহিকে।
স্টার জলসার ‘শুভ বিবাহ’ ধারাবাহিকটি প্রথম থেকে ভালোই প্রশংসা পেয়ে এসেছে পর্দায়। ধারাবাহিকের মুখ্য চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী সোনামণি সাহা এবং অভিনেতা হানি বাফনা। তাদের জুটি ভালোই সাড়া ফেলেছে দর্শকমহলে।
তবে এই ধারাবাহিক ঘিরে একটি খারাপ খবর সামনে এসেছে। পাল্টে যাচ্ছে এক প্রধান অভিনেত্রী এবং তার জায়গায় আসছে অন্য মুখ।
গল্পের সার্থকের মায়ের চরিত্রে এতদিন অভিনয় করছেন তিনি সরে দাঁড়িয়েছেন। আর তার জায়গায় গল্পে এন্ট্রি নিচ্ছে ছোটপর্দায় চেনা মুখ অভিনেত্রী স্বর্ণকমল দত্ত। যিনি ‘রাঙাবউ’, মালাবদল সহ আরও জনপ্রিয় কিছু ধারাবাহিকে অভিনয় করেছেন।