
১৫ বছরের দাম্পত্য জীবনের ইতি টানলেন অভিনেত্রী স্বর্ণকমল দত্ত। মাত্র দেড় মাসের আলাপেই স্বামীর সুদীপ্ত ঘটকের সাথে ঘর বেঁধেছিলেন অভিনেত্রী। বিয়ের পর থেকেই নানা ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়েছে তাকে, সংসার টিকিয়ে রাখার আপ্রান চেষ্টা করলেও না পেরে কড়া সিদ্ধান্ত নিতে বাধ্য হলেন অভিনেত্রী।
স্বর্ণকমল বলেন, ‘বিয়ের পর থেকে মারধর সহ্য করছি। একাধিক মহিলার সঙ্গে সম্পর্ক, নোংরা ভাষায় আক্রমণ, এতগুলি বছর ধরে ঝড় বয়ে গিয়েছে। এত বছর সম্পর্ক টিকিয়ে রাখার চেষ্টা করেছি। কিন্তু আর নয়, জানুয়ারিতে সব শেষ।’
অভিনেত্রীর কথা জানা যায়, গত জানুয়ারি মাসে ফের এক নতুন মহিলার সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছেন তাঁর স্বামী। প্রতিবাদ করায় তাকে মারধরও করেন। তার পরই চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বাধ্য হন স্বর্ণকমল।
বহু বছর হয়ে গিয়েছে এক ছাদের তলায় থাকলেও স্বামীর সঙ্গে কোনও সম্পর্ক ছিল না তার। স্বর্ণকমল বলেন, ‘গত ৬ মাস আমি কথা বলার মতো অবস্থায় ছিলাম না। এত অত্যাচারিত হয়েছি, মানসিক ভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিলাম। এখন আমার উপর চাপ সৃষ্টি করছেন স্বামী, যাতে আমি বিনা প্রতিবাদে বিবাহবিচ্ছেদ করে দিই। কিন্তু এমন বাজে মানুষকে সহজে ছাড়তে একেবারেই রাজি নই।’