মাঝরাস্তায় বিপদের মুখে অভিনেত্রী স্বরলিপি চট্টোপাধ্যায়। গত সোমবার স্বরলিপি ও তাঁর মায়ের ওপর রাস্তায় আক্রমণ হয়। অভিনেত্রী মায়ের এক সম্পত্তিকে ঘিরেই কিছু মানুষজনের সঙ্গে বচসা শুরু হয় আর তারা অভিনেত্রী মায়ের উপর হাত তোলে।
স্বরলিপি সুমিতা সামন্ত নামক এক মহিলার পোস্ট শেয়ার করেন। আর এই পোস্টে একটি ছবিতে দেখা যাচ্ছে স্বরলিপি চট্টোপাধ্যায়ের মায়ের গালে বড় বড় নখের আঁচড়। পোস্ট শেয়ার করে লেখেন, ‘কাল আবারও এক নতুন ধরনের আক্রমণের সম্মুখীন হলাম।’
পোস্ট থেকে জানা যায়, রামলাল বাজার এলাকায় গুটিকয়েক দোকান আছে স্বরলিপির মায়ের মালিকনায়। কিন্তু জমি বিক্রি করা নিয়ে বচসা শুরু হয় অন্য পক্ষের সাথে। কোনরকম ভাবে মাকে উদ্ধার করে সেখান থেকে এবং গাড়িতে উঠে পড়ে। প্রথমদিকে পুলিশ সহায়তা না করলেও পরবর্তী সময়ে সেই ঘটনা সোশ্যাল মিডিয়ায় এলে পুলিশ তাদের সহযোগিতা করেন। এরকম ভয়ংকর ঘটনার সামলাতে কঠিন সমস্যার মুখে পড়তে হয়।
প্রসঙ্গত, একসময় বাংলা টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী স্বরলিপি চট্টোপাধ্যায়। অগ্নিপরীক্ষা সিরিয়ালের হাত ধরে জনপ্রিয়তা পান। তবে পরবর্তীকালে নিজের ব্যবসার জন্য পর্দা থেকে দূরে রয়েছেন অভিনেত্রী।