বাংলা বিনোদন জগতের একজন খ্যাতনামা গুণী অভিনেত্রী হলেন স্বাগতা মুখার্জি। একাধিক বাংলা ধারাবাহিকে কাজ করেছেন তিনি। বেশিরভাগ সময় তাকে খলচরিত্রেই দেখা যায়। ছোটপর্দার পাশাপাশি কাজ করেছেন একাধিক বাংলা সিনেমায়।
পর্দার বাইরে অভিনেত্রীদের জীবন অনেকটাই আলাদা। সেই নিয়ে বিভিন্ন সাক্ষাৎকারে তাকে বলতে শোনা যায়। ব্যক্তিগত জীবন কখনোই খুব একটা আড়াল করে রাখেননি তিনি।
খুব অল্প বয়সে প্রিয় মানুষ ঋষির হাত ধরে সংসার জীবন শুরু করেন অভিনেত্রী সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের সুখী দাম্পত্যের স্মৃতি ভাগ করে নিলেন।
আবার বৈঠক ইউটিউবের আড্ডায় অভিনেত্রী জানান, তার মা সবসময় তাকে বাস্তববাদী শিক্ষা দিয়েছেন। সাংসারিক জীবনে ছোটখাটো মনোমালিন্য হওয়া স্বাভাবিক কিন্তু রাগের মাথায় ভুল সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। তার মায়ের কাছ থেকেই শিখেছেন তিনি।
অভিনেত্রী বলেন, ‘আমার মা বলত সংসার করতে যাচ্ছ মাথায় বরফ নিয়ে যাবে এবং কথায় কথায় ব্যাগ গুছিয়ে চলে আসবে না। অভিনেত্রী আরও জানান, ‘আমার শ্বশুর মশাই বলেছিলেন এলো একবারে আসবে, রাগ করে চলে গেলে টানতে টানতে নিয়ে যাব।’
অভিনেত্রী আরও ভাগ করে নেন তার মা কখনোই তার সংসার জীবন নিয়ে কথা বলতেন না, নাকও গলাতেন না। বর্তমান যুগে ছোট খাটো বিচ্ছেদ অভিনেত্রী স্বাগতা মুখার্জিকে মনে করিয়ে দেয় যে, পরিবারের বড়দের সঠিক হস্তক্ষেপ এবং শাসন একটি সম্পর্কের ভিতকে আরও মজবুত করতে পারে।
সূত্রঃ https://binodonxp . com/entertainment

