কমছে টিআরপি! ফুলকি ধারাবাহিকে আসছে নতুন নায়িকা

ফুলকি ধারাবাহিক

জি-বাংলার একটি অন্যতম জনপ্রিত মেগা ধারাবাহিক ‘ফুলকি’। শুরু থেকেই এই ধারাবাহিক বাংলার টপার ছিল। তবে পরিণীতা ধারাবাহিক আসার পর থেকেই যেন নম্বর কমতে শুরু করছে ফুলকি ধারাবাহিকের।

বর্তমানে টিআরপি বাড়াতে একের পর এক চমক আনা হচ্ছে এই মেগা ধারাবাহিকে। ধারাবাহিকে ছদ্মবেশে সকলের একটা জমজমাট ট্র্যাক চলছে। তবে সেই ট্র্যাক শেষ না হতেই হতেই আগামীদিনে আরও নতুন চমক আনবে জি-বাংলার এই মেগা।

এবার ফুলকি ধারাবাহিকে আসছে নতুন চরিত্র। আর এই নতুন চরিত্রে ধারাবাহিকে এন্ট্রি নেবেন অভিনেত্রী সুস্মিতা রায়। যাকে শেষবারের মতো যোগমায়া ধারাবাহিকে দেখা গিয়েছিল। ভালো চরিত্রের জন্য অপেক্ষা করছিলেন অভিনেত্রী। অবশেষে বহুদিন পর সুস্মিতা পর্দায় ফিরছেন।

সুস্মিতা অভিনেত্রীর পাশাপাশি ফেসবুকে ব্লগার হিসাবেও জনপ্রিয়। অভিনেতার সায়ক চক্রবর্তীর বৌদি তিনি। যাকে কম বেশি সকলেই চেনেন সোশ্যাল মিডিয়ার দৌলতে।

ফুলকি ধারাবাহিক

তবে এবার ফুলকি ধারাবাহিকে এক নতুন চরিত্রে এন্ট্রি নেবেন সুস্মিতা। তবে পজেটিভ না নেগেটিভ জানা যায়নি।