বহু বছর পর প্রধান সারির চ্যানেলে ফিরছেন ‘আদরিনী’ সিরিয়াল খ্যাত অভিনেত্রী সুদীপ্তা রায়

অভিনেত্রী সুদীপ্তা রায়

পর্দা থেকে একের পর এক ধারাবাহিক বিদায় নিলেও সেই জায়গা পূরণ করতে আসছে একাধিক নতুন গল্প। সূত্রের খবর অনুযায়ী, খুব শীঘ্রই সুরিন্দর ফিল্মসের প্রযোজনায় আসতে চলেছে নতুন ধারাবাহিক। দুই যমজ বোনের কাহিনী ফুটে উঠবে এই গল্পে।

তবে জানেন কি, পর্দায় যমজ বোনের ভূমিকায় দেখা যাবে কোন দুই জনপ্রিয় অভিনেত্রীকে? জানা যাচ্ছে ইতিমধ্যেই নায়িকা কাস্টিং সম্পূর্ণ হয়েছে। বর্তমানে নায়কের চরিত্রের কাস্টিং চলছে। নায়কের চরিত্রে কে থাকবেন তা এখনও জানা যায়নি। এমনকি কোন চ্যানেলে ধারাবাহিকটি সম্প্রচারিত হবে তাও এখনও পর্যন্ত জানা যায় নি। জানা যায় নি ধারাবাহিকের নামও।

তবে নায়িকা চরিত্রে দেখা যাবে অভিনেত্রী স্বীকৃতি মজুমদার এবং সুদীপ্তা রায়কে। এর আগে কালার্স বাংলার ফেরারি মন ধারাবাহিকে শেষবারের মত দেখা যায় সুদীপ্তা রায়কে। আসন্ন ধারাবাহিকের হাত ধরেই ছোটপর্দায় কামব্যাক করতে চলেছেন সুদীপ্তা।