এবার নতুন ইনিংসে অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী

অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী

অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী, বাংলা চলচ্চিত্র জগতের একজন জনপ্রিয় অভিনেত্রী। একাধিক বাংলা সিনেমা, সিরিয়ালে অভিনয় করেছেন। বর্তমানে সান বাংলা রিয়্যালিটি শোয়ে ‘লাখ টাকার লক্ষী লাভ’ -এ হোস্ট করছেন অভিনেত্রী।

তবে এবার জীবনের নতুন ইনিংসে পা রাখতে চলেছেন সুদীপ্তা। খুব শীঘ্রই তাকে পরিচালকের আসনে পা রাখতে চলেছেন। নিজেই সেই সুখবর ভাগ করে নিয়েছেন।

১০ বছর আগেই পরিচালনায় আসার পরিকল্পনা করেছিলেন তবে সেটা বাস্তবায়িত হয়নি। ‘লাখ টাকার লক্ষী লাভ’ অনুষ্ঠানে ছৌ নৃত্য শিল্পী সুনীতা মাহাতোর সঙ্গে আলাপের পর ছবি পরিচালনা নিয়ে ভাবনা চিন্তা করেন।

অভিনেত্রী কথায়, ‘সেটে সুনিতার সঙ্গে আলাপ হওয়ার পর শুভঙ্করকে জানাই আমার ছবির বিষয়ে। আর বেশি দেরি নয়, নিশ্চয়ই এই ছবি নিয়ে কাজ শুরু করব।’