ফের ভিলেন হয়েই ছোটপর্দায় ফিরলেন অভিনেত্রী সুদীপ্তা বন্দ্যোপাধ্যায়

অভিনেত্রী সুদীপ্তা বন্দ্যোপাধ্যায়

বাংলা টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী সুদীপ্তা বন্দ্যোপাধ্যায়। একাধিক জনপ্রিয় ধারাবাহিকের মুখ তিনি। বর্তমানে ‘সোহাগ জল’ ধারাবাহিকে নায়কের বৌদি’র চরিত্রে অভিনয় করছেন।

বাংলায় ‘চোখের তারা তুই,’ ‘কে আপন কে পর’, ‘উমা’, ‘গ্রামের রানী বীণাপাণি’ ধারাবাহিকের মতো একাধিক জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করেছেন। বাংলা ছাড়াও কাজ করেছেন হিন্দি সিরিয়ালে। এছাড়াও বাংলা ওয়েব সিরিজে দেখা যায় তাকে।

‘সোহাগ জল’ ধারাবাহিকের পর আর প্রধান সারির চ্যানেলে তাকে দেখা যায়নি। কারণ এতদিন বিয়ে করে সংসার নিয়ে ব্যস্ত ছিলেন অভিনেত্রী। তবে এবার বহুদিন পর পর্দায় ফিরতে চলেছেন সুদীপ্তা। আবার খলচরিত্রের হাত ধরেই ফিরলেন তিনি। এবার থেকে তাকে দেখা যাবে স্টার জলসার ‘রাঙামতি তীরন্দাজ’ ধারাবাহিকে অভিনয় করতে। অভিনেত্রী মাধুরিমা চক্রবর্তী অসুস্থার কারণে বৃন্দা চরিত্র থেকে বাদ পড়েছেন। সেই জায়গায় অভিনয় করবেন সুদীপ্তা।