ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সুদীপ্তা বন্দ্যোপাধ্যায়। যাকে আমরা সকলে জি বাংলার ‘সোহাগ জল’ ধারাবাহিকে বেণী বৌদি হিসাবে চিনি। ধাররাবাহিকে ভিলেনের চরিত্রে অভিনয় করে দর্শক মহলে বেশ পরিচিতি পেয়েছিলেন অভিনেত্রী।
সম্প্রতি স্বামীকে নিয়ে মধুচন্দ্রিমা কাটিয়ে এসেছেন সুদীপ্তা। তারপরেই পুজোর আমেজে, গোটা শহর জুড়ে চারিদিকে আলোর উৎসব। আর এই আলোর উৎসবের মাঝেই শোকের ছায়ায় ডুবে গেলেন অভিনেত্রী। বিয়ের মাত্র ছ’মাস কাটতে না কাটতেই নিজের কাছের মানুষকে হারিয়ে ভেঙে পড়লেন অভিনেত্রী।
১০ নভেম্বর প্রয়াত হলেন অভিনেত্রীর বাবা। বিগত বেশ কিছু দিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। পুজোর মরশুম চলাকালীন শারীরিক অসুস্থতা আরও কিছটা বাড়ে। বাবাকে হারিয়ে শোকস্তব্ধ অভিনেত্রী। সোমবার তাঁর বাবার পরলৌকিক ক্রিয়া।
এই প্রসঙ্গে, আনন্দবাজার অনলাইনের সাক্ষাৎকারে অভিনেত্রী জানান, “বিয়ের ছ’মাসের মধ্যে বাবাকে হারিয়ে ফেললাম। অনেক চেষ্টা করেছিলাম ধরে রাখার, কিন্তু পারলাম না। পুজোর পর সবে আবার কাজে ফিরেছিলাম। শুটিংয়ের পর বাড়ি ফিরে দেখি বাবা নেই। নিউমোনিয়া থেকে সেপ্টিসেমিয়া হয়ে যায় বাবার। আমি আর সৌম্য বাইরে থেকে ঘুরে আসার পর থেকেই অসুস্থ ছিলেন বাবা। কিন্তু এ ভাবে হারিয়ে ফেলব…।” কথা শেষ হতেই চুপ হয়ে যান সুদীপ্তা।”
View this post on Instagram