একের পর এক হিট ছবি ও ওয়েব সিরিজে অভিনয় দিয়ে ইন্ডাস্ট্রি তথা দর্শক মনে জায়গা করে নিয়েছেন রাজঘরণী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। এতদিন পর্দায় নায়িকার ভূমিকায় পর্দা কাঁপিয়েছেন, এবার নায়িকা থেকে সরাসরি সাংবাদিকতায় পথ চলা শুরু করলেন অভিনেত্রী।
যদিও তার এই ভোলবদল বাস্তবে নয়, পুরোটাই পর্দায়। জানা যাচ্ছে, ‘ক্রাইম জার্নালিজম’কে কেন্দ্র করে পর্দায় আসছে অদিতি রায় পরিচালিত ‘অনুসন্ধান’। ‘হইচই’-এর এই ওয়েব সিরিজে সাংবাদিকের চরিত্রে দেখা যেতে চলেছে শুভশ্রীকে।
জেলের ভিতর গর্ভবতী মহিলা ও তার জীবনকে কেন্দ্র করে সাংবাদিক শুভশ্রীর জীবনে আসবে নতুন মোড়। এই নিয়েই এগোবে গল্প।
‘ইন্দুবালা ভাতের হোটেল’-এর পর দ্বিতীয় ওয়েব সিরিজে কাজ শুরু করেছেন শুভশ্রী। আগামী সিরিজে নতুন চ্যালেঞ্জ নিয়ে পর্দায় দর্শকের কতটা মন জয় করতে পারবে অভিনেত্রী সেটাই দেখার পালা।