‘ও চলে যাওয়ার পর আজকাল সাজগোজ করতে আর ভালো লাগে না’, পর্দা থেকে দূরে থাকার কারণ জানালেন অভিনেত্রী সুভদ্রা মুখোপাধ্যায়

অভিনেত্রী সুভদ্রা মুখোপাধ্যায়

বাংলা টেলিভিশন পর্দার একজন জনপ্রিয় অভিনেত্রী সুভদ্রা মুখোপাধ্যায়। একাধিক ধারাবাহিকে চুটিয়ে কাজ করেছেন। তবে গত ১০ মাস ধরে অভিনয় জগত থেকে দূরে রয়েছেন।

অভিনেত্রীকে শেষবারের মতো পর্দায় দেখায় যায় ২০২৪ সালে জি বাংলার ‘আলোর কোলে’ ধারাবাহিকে। এই ধারাবাহিকের পর নিজে থেকেই পর্দার আড়ালে চলে গেছেন। কিন্তু কেন? আসলে স্বামীকে হারানোর পর তিনি আর অভিনয় জগতে ফেরেনি।

মেয়ের পড়াশুনো থেকে মেয়েকে সামলানো, মায়ের দেখাশুনো করা সবমিলিয়ে একা হাতে ধীরে ধীরে সবটা সামলাচ্ছেন। পরিবারের দায়িত্ব সামলানোর জন্য পর্দা থেকে দূরে রয়েছেন তিনি।

সুভদ্রা জানান, ‘ও ছিল আমার বন্ধু, আসলে আমার কাজের জগতের সঙ্গে এমন ভাবে জড়িয়ে ছিল… আজকাল সাজগোজ বা কাজ কোনওটাই আর করতে ইচ্ছা করে না সেভাবে। সেদিন রাতেও… আমরা একসঙ্গে বসে খেলাম  গল্প করলাম, তারপর যে ঘুমের মধ্যে ও এভাবে চলে যাবে ভাবতেও পারিনি। আজও মেনে নিতে পারি না।’ তিনি আরও বলেন কবে পুরোপুরি ভাবে কাজে ফিরবেন তিনি জানেন না।

সুত্রঃ www . aajkaal . in/story/43115/bengali-actress-subhadra-mukherjee-quits-tv-after-husband-s-sudden-death