স্বামীর মৃত্যুর ১ বছরের মাথায় ফের বাংলা ধারাবাহিকে ফিরলেন অভিনেত্রী সুভদ্রা মুখোপাধ্যায়

সুভদ্রা মুখোপাধ্যায়

বাংলা টেলিভিশনের পর্দায় অন্যতম জনপ্রিয় অভিনেত্রী হলেন সুভদ্রা মুখোপাধ্যায়। ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করার অভিজ্ঞতা তার বহু বছরের। ২০২৪ এর অক্টোবর মাসে মহালয়ার ভোরেই স্বামী ফিরোজকে হারান অভিনেত্রী। স্বামীর মৃত্যুতে একেবারেই ভেঙে পড়েন অভিনেত্রী। তারপর থেকেই অভিনেত্রীর সুস্থ স্বাভাবিক জীবনে ঘটে ছন্দপতন।

এই দীর্ঘ এক বছর অভিনেত্রীকে দেখা যায়নি টিভির পর্দায়। তবে এবার আসতে আসতে স্বাভাবিক জীবনে ফিরতে চান অভিনেত্রী। তাই নতুন ধারাবাহিকের হাত ধরে প্রায় ১ বছর পর টেলিভিশনের পর্দায় ফিরছেন সুভদ্রা। কোন ধারাবাহিকে ফিরছেন অভিনেত্রী?

সম্প্রতি জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক দাদামনির নতুন প্রোমো ভিডিও সামনে এসেছে। সেই প্রোমো ভিডিওতে দেখা যাচ্ছে মাতৃ পক্ষের এই শুভ লগ্নে নিজের হারিয়ে যাওয়া মাকে খুঁজে পেতে চলেছে সোম। সোমের মায়ের চরিত্রে দেখা মিলবে সুভদ্রার। খুব শীঘ্রই দাদামণি ধারাবাহিকে দেখা যাবে অভিনেত্রীকে।

সুভদ্রা চরিত্র ঘিরে রয়েছে রহস্য। প্রোমোর শুরুতেই দেখা যাচ্ছে সোমের মা জেলে বন্দি। সেখানেই বস্ত্র দান করতে গিয়ে মায়ের মুখোমুখি হয় সোম। কিন্তু মাকে ঠিক করে চিনতে পারে না সে। অন্যদিকে সোমের স্ত্রীয়ের বাবার কারণেই জেলে কাটাতে হয়েছে সোমের মাকে। ধারাবাহিকের নতুন টুইস্ট সাথে সুভদ্রা কাম ব্যাকের খবর, ইতিমধ্যেই সাড়া ফেলেছে দর্শকমহলে।