নতুন বাংলা ধারাবাহিকে ফিরছেন শ্রীপর্ণা রায়, বিপরীতে থাকছেন জনপ্রিয় নায়ক

রাহুল মজুমদার

জি-বাংলার পর্দায় আসছে Acropolis এর নতুন ধারাবাহিক। ধারাবাহিকের প্রোমো শুট এখনো পর্যন্ত না হলেও কথাবার্তা চূড়ান্ত পর্যায়ে। সব ঠিক থাকলে খুব শীঘ্রই প্রোমো শুট হবে।

জি-বাংলার এই নতুন ধারাবাহিকের হাত ধরেই বহুদিন পর পর্দায় ফিরছেন অভিনেতা শ্রীপর্ণা রায়। যিনি জি-বাংলার পর্দায় শেষবারের মতো কড়িখেলা ধারাবাহিকে কাজ করেছিলেন। এছাড়াও স্টার জলসার গাঁটছড়া ধারাবাহিকে কাজ করেছেন এই অভিনেত্রী।

শ্রীপর্ণা’র ফেরার খবর আপনাদের আগেই জানানো হয়েছিল। তবে এবার এক নতুন আপডেট মিলল। জল্পনা চলছিল শ্রীপর্ণার বিপরীতে কাকে দেখা যাবে? এই মুহূর্তের বড় আপডেট শ্রীপর্ণা বিপরীতে দেখা মিলবে ছোটপর্দার এক জনপ্রিয় অভিনেতার। কে তিনি?

তিনি হলেন অভিনেতা রাহুল মজুমদার। যাকে আপনারা হরগৌরী পাইস হোটেল ধারাবাহিকে নায়ক শঙ্কর চরিত্রে অভিনয় করতে দেখতে পেয়েছিলেন। এবার দেখার বিষয় দর্শক এই জুটিকে কতটা আপন করে নেয়।

রাহুল মজুমদার