দীর্ঘ লড়াইয়ের পরেও শেষ রক্ষা হল না। বাংলা টেলিভিশন জগতে শোকের ছায়া নেমে এসেছে। চলে গেলেন বাংলা সিরিয়ালের জনপ্রিয় অভিনেত্রী। বহুদিন ধরেই ফুসফুসের অ্যাডেনোকার্সিনোমা অর্থাৎ ফুসফুস ক্যানসার এবং মেটাস্টেসিসে ভুগছিলেন অভিনেত্রী। কয়েক সপ্তাহ ধরে অভিনেত্রীর শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। বেশকিছুদিন হাসপাতালে ভর্তিও ছিলেন।
অবশেষে মারণ রোগের কাছে হার মানলেন অভিনেত্রী শ্রাবণী বণিক। সোমবার সকাল ন’টায় শেষনিঃশ্বাস ত্যাগ করেন শ্রাবণী। অভিনেত্রীর অকাল প্রয়াণে শোকস্তব্ধ গোটা বাংলা ইন্ডাস্ট্রি।
কিছুদিন আগেই অভিনেত্রীর একমাত্র ছেলে অচ্যুত মায়ের চিকিৎসার জন্য সোশ্যাল মিডিয়ায় আর্থিক সাহায্য চেয়েছিলেন। অচ্যুত লিখেছিলেন, ‘আমি আমার মা শ্রাবণী বণিকের জন্য অর্থ সংগ্রহ করছি। আমার মা ফুসফুস ক্যান্সার এবং মেটাস্টেসিসে ভুগছেন। আমরা সকলেই প্রয়োজনীয় অর্থ সংগ্রহ করার চেষ্টা করছি। কিন্তু সমস্ত চিকিৎসা নিয়ে প্রায় ১২ লক্ষ টাকা প্রয়োজন। আপনাদের সকলের সাহায্য চাই। সকলেই এগিয়ে আসুন’
এতকিছুর পরেও শারীরিক অবস্থা আর স্থিতিশীল হল না অভিনেত্রীর। না ফেরার দেশেই পাড়ি দিলেন শ্রাবণী।
আজকাল ডট ইন-কে পরিচালক বাবু বণিক বলেন, “ওঁর মৃত্যুতে আমরা স্তম্ভিত। অনেকদিনের বন্ধু আমরা। শেষ সময়টা খুব কষ্ট পেয়েছে। কাজ থেকেও অনেকদিন দূরে ছিল। ভাবতেই পারছি না শ্রাবণী আর নেই। হাসপাতালেই আছি সকাল থেকে। আজ বিকেলের দিকে নিমতলা শ্মশানে শেষকৃত্য হবে ওঁর।”
‘রাঙা বউ’ থেকে শুরু করে ‘সোহাগ চাঁদ’, বহু ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি। কখনও মায়ের চরিত্রে, কখনও আবার কাকিমা চরিত্রে অভিনয় করতে দেখা দিয়েছে এই অভিনেত্রীকে। কে আপন কে পর ধারাবাহিকে জবার মায়ের চরিত্রে অভিনয় করেছিলেন শ্রাবণী।



