টেলিপাড়ায় ফের খারাপ খবর! বাংলা টেলিভিশনের পরিচিত মুখ অভিনেত্রী শ্রাবণী বণিক বর্তমানে কঠিন অসুস্থতার সঙ্গে লড়ছেন। অভিনেত্রীর অসুস্থতার কথা খুব মানুষ জানলেও শ্রাবণীর ছেলে অচ্যুত আদর্শের আবেগঘন পোস্ট সামনে আসতেই অভিনেত্রীর করুন পরিস্থিতি নজরে এসেছে।
ছেলে অচ্যুত জানিয়েছেন, মাকে একা আর বাঁচিয়ে রাখা তাঁর পক্ষে সম্ভব হচ্ছে না। চিকিৎসার খরচ এতটাই বেশি যে পরিবারের পক্ষে তা বহন করাই অসম্ভব হয়ে দাঁড়িয়েছে।
দীর্ঘদিন ধরে শ্রাবণী ফুসফুসের অ্যাডিনোকার্সিনোমা (Cancer)এবং মেটাস্টেসিসে ভুগছেন। তার চিকিৎসার জন্য ইতিমধ্যে যতটুকু সম্ভব ছিল, তা করেছে শ্রাবণীর পরিবার।
ক্যান্সারের চিকিৎসা দীর্ঘমেয়াদি ও ব্যয়বহুল হওয়ায় প্রয়োজনীয় ওষুধ, হাসপাতালের খরচ, কেমো থেরাপি মিলিয়ে প্রায় ১২ লক্ষ টাকা অতিরিক্ত প্রয়োজন। এই বিপুল পরিমান টাকার জোগাড় করতে না পেরে হতাশ হয়ে পড়েছেন ছেলে অচ্যুত। তাই সাধারন মানুষের কাছে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন অচ্যুত।
অচ্যুত জানিয়েছেন, মানুষের অল্প সাহায্যও এই মুহূর্তে তাদের কাছে অমূল্য। কেউ ৫০ টাকা, কেউ ১০০ টাকা, কেউ বা আরও বেশি যতটুকুই হোক। প্রতিটা দানই তার মায়ের চিকিৎসা আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে। মানুষের ভালোবাসা প্রার্থনা আর সহযোগিতাই এখন শ্রাবণীর লড়াই করার একমাত্র শক্তি হয়ে উঠতে পারে।
যারা অভিনেত্রী শ্রাবণীর চিকিৎসায় সাহায্য করতে চান, তারা অচ্যুতের শেয়ার করা লিঙ্কে গিয়ে সাহায্য করতে পারেন: ketto.org/s?id=rm-8416066629566349-8895434

