বাংলা সিরিয়ালের পরিচিত মুখ সৌমি পাল। অভিনেত্রীকে বেশ কিছু ধারাবাহিকে পার্শ্ব চরিত্রে অভিনয় করতে দেখেছেন দর্শক। মাঝে কয়েকবছর অভিনয় জগৎ থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছিলেন সৌমি। কিন্তু কেন? নেপথ্যে কারণ অভিনেত্রীর বৈবাহিক সম্পর্ক। এবার সেই বিষয় লাইভে এসে মুখ খুললেন সৌমি।
২০২১ সালে আইনি বিয়ে হওয়ার পর থেকেই অভিনেত্রীর জীবনে ওঠে ঝড়। সম্প্রতি এক ভিডিওতে স্বামীর বিরুদ্ধে অভিযোগও উগরে দেন সৌমি। দাম্পত্য জীবন সুখের হয়নি বলেই সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করে স্বামী উদ্দেশ্যে ক্ষোভ উগড়ে দেন সৌমি। ভিডিওতে বলা কথা গুলোই বুঝিয়ে দিচ্ছে অভিনেত্রীর সাথেও ঠিক এমনটাই ঘটেছিল।
ভিডিওতে সৌমি বলেন, ‘যদি আপনারা কখনো দেখেন আপনাদের জীবনে হঠাৎ করে কোন একটা মানুষ এসে খুব যত্ন নিচ্ছে আপনার খেয়াল রাখছে তাহলে মনে করবেন সেই মানুষটার বিশেষ কোন উদ্দেশ্য আছে। আমাদের প্রত্যেকের জীবনে এমন অনেক সময় হয়েছে যখন আমরা একজনের উপরে নির্ভরশীল হয়ে পড়ি। সেই মানুষটা হঠাৎ করে আসবে আপনার খেয়াল রাখবে যত্ন করবে এমন ভালো ব্যবহার করবে যেন আপনি সেরা তারপর ধীরে ধীরে যখন আপনি তার প্রতি নির্ভরশীল হয়ে পড়বেন তারপরে সেই মানুষটা নিজের আসল রূপ দেখাতে শুরু করবে।’
সৌমি আরও বলেন, ‘এ সমস্ত মানুষেরা প্রথম প্রথম আপনাকে ইমপ্রেস করার চেষ্টা করবে। নিজের কথার জালে ফেলবে। তারপরেই তার কয়েক মাস পরে সে নিজের আসল রূপ দেখাবে। যেন সব দোষ আপনারই। আপনার সাথে কথা বলা ভুলে যাবে আপনার খোঁজ নেওয়া বন্ধ করে দেবে। তাই এসব মানুষদের থেকে দূরে থাকবেন আমার এই ভিডিওর মাধ্যমে যদি কেউ উপকৃত হয়ে থাকেন তাহলে আমি ধন্য হব।’
ভিডিওতে সরাসরি কারো নাম না নিলেও স্বামীর বিরুদ্ধে সরাসরি আক্রমণ করেছেন অভিনেত্রী। এই মুহুর্তে স্বামীর সাথে ডিভোর্স মামলা চলছে সৌমির। আইনি পথে বিচ্ছেদের অপেক্ষায় সৌমি।