রুচিরা অতীত! ফের নতুন ধারাবাহিকে ফিরলেন ‘নিম ফুলের মধু’ খ্যাত অভিনেত্রী সৌমি চক্রবর্তী

অভিনেত্রী সৌমি চক্রবর্তী

অভিনেত্রী সৌমি চক্রবর্তী বাংলা টেলিভিশন পর্দায় অতি পরিচিত মুখ। যাকে আপনারা রুচিরা হিসাবে চেনেন। জি-বাংলার ‘নিম ফুলের মধু’ ধারাবাহিকের চয়নের স্ত্রী রুচিরা চরিত্রে অভিনয় করে দারুণ প্রশংসা পেয়েছেন সৌমি।

এর আগে একাধিক ধারাবাহিকের পার্শ্বচরিত্রে অভিনয় করেছেন। তবে নিম ফুলের মধু ধারাবাহিকে সবচেয়ে বেশি খ্যাতি পেয়েছেন। তবে নিম ফুলের মধু শেষ। আর ধারাবাহিক শেষ হতেই আবার নতুন ধারাবাহিকের ফিরলেন সৌমি চক্রবর্তী।

জি-বাংলায় ‘নিম ফুলের মধু’ ধারাবাহিকের জায়গা আসছে এক নতুন ধারাবাহিক। যার নাম ‘তুই আমার হিরো’ ধারাবাহিকের মুখ্য ভূমিকায় দেখা যাবে অভিনেত্রী মোহনা মাইতি এবং অভিনেতা রুবেল দাসকে। নিম ফুলের মধু’র পর রুবেল আবার ফিরছেন নায়ক হিসাবেই।

অভিনেত্রী সৌমি চক্রবর্তী

আর এই ধারাবাহিকের দেখা মিলবে সৌমির। খুব সম্ভবত এবার রুবেলের বোনের চরিত্রে থাকবেন। যদিও স্পষ্ট নয়। ধারাবাহিকের দ্বিতীয় প্রোমোতে দেখা মিলেছে তার। সবেচেয়ে মজার বিষয় হল রুবেল আর সৌমি আবার একসাথে স্ক্রিন শেয়ার করতে চলেছে।