ছোটপর্দার পরিচিত মুখ অভিনেত্রী সৌমি বন্দ্যোপাধ্যায়। ছোটপর্দায় একাধিক ধারাবাহিকে তাকে পার্শ্বচরিত্রে অভিনয় করতে দেখা যায়। সোশ্যাল মিডিয়ায় অনুগামীদের সংখ্যাও নেহাত কম নয়।’
‘ফাগুন বউ’, ‘সৌদামিনীর সংসার’, ‘জীবন সাথী’, ‘অপরাজিতা অপু’, ‘কড়ি খেলা’র মতো একাধিক ধারাবাহিকে কখনো বোনের চরিত্রে আবার কখনো ননদের চরিত্রে অভিনয় করে থাকেন। তার অভিনয়ও দর্শকের প্রশংসা কুড়িয়েছে।
হরগৌরী পাইস হোটেল ধারাবাহিকে শঙ্করের বোনের চরিত্রেও কাজ করেছেন। এতদিন পার্শ্বচরিত্রেই তাকে অভিনয় করতে দেখা গেছে। তবে এবার পর্দার নায়িকা হয়ে ফিরছেন সৌমি।
আকাশ আটের আসছে অচিন্ত্যকুমার সেনগুপ্তর ‘প্রথম কদম ফুল’ গল্পকে কেন্দ্র করে সাহিত্য নির্ভর ধারাবাহিক। এই ধারাবাহিকেই নায়িকার চরিত্রে অভিনয় করবেন সৌমি। আর তার বিপরীতে থাকবেন শৌভিক বন্দ্যোপাধ্যায়। ধারাবাহিকে সৌমির চরিত্রের নাম ‘কাকলি’।