প্রথমবার ছেলের মুখ প্রকাশ্যে আনলেন অভিনেত্রী সোনম কাপুর

অভিনেত্রী সোনম কাপুর

অভিনেত্রী সোনম কাপুর তার স্বামী আনন্দ আহুজা, এই প্রথমবার তাদের সন্তানের মুখ দেখালেন। নিউ ইয়ারে শেয়ার করলেন পারিবারিক একগুচ্ছ ছবি। জন্মের পর থেকে ছেলে বায়ু (Vayu)-র মুখ আড়ালেই রেখেছেন তারা।

২০২৫ এর নতুন বছরের শুভেচ্ছা জানাতে সোনাম একগুচ্ছ ছবি শেয়ার করেন ছুটির মুডের। আর এই ছবিতেই সোনামের পুত্রের মুখ দেখা যায়। অভিনেত্রীর ছেলেকে ডল পুতুলের মতো দেখাচ্ছিল। মায়ের কোলে শুয়ে ভ্রমণ করছে ছোট বায়ু। যা দেখে খুশি হয়েছেন তার ভক্তরা।

অভিনেত্রী সোনম কাপুর

ছবি শেয়ার করে বলিউড সুন্দরী লেখেন, “হ্যাপি নিউ ইয়ার! নতুন বছরের শুভেচ্ছা দেরীতে জানানোর জন্য দুঃখিত…কারণ আমি কাছের মানুষদের সঙ্গে ভ্রমণে রয়েছি।”

 

View this post on Instagram

 

A post shared by Sonam A Kapoor (@sonamkapoor)