
বাংলা টিভির পর্দায় অতি চেনা মুখ অভিনেত্রী সোনাল মিশ্রা। ‘খড়কুটো’ ধারাবাহিকের হাত ধরে দারুণ জনপ্রিয়তা লাভ করেছিলেন তিনি। এই ধারাবাহিকে ‘সাজি’ চরিত্রে অভিনয় করে দর্শকের ব্যাপক প্রশংসা অর্জন করেছিলেন সোনাল।
ছোটপর্দায় একাধিক ধারাবাহিকে পার্শ্বচরিত্রে অভিনয় করে থাকলেও লীনা গাঙ্গুলির ‘খড়কুটো’ জীবন বদলে দেয়। এরপর বালিঝড় ধারাবাহিকে দেখা যায় তাকে। এছাড়াও মাঝে দু-একটি ধারাবাহিকে অভিনয় করেছিলেন।
তবে এবার ভক্তদের দারুণ সুখবর দিলেন সোনাল। বাংলা ধারাবাহিক ছেড়ে এবার সে পা রাখছে হিন্দি সিরিয়ালে। স্টার প্লাসের জনপ্রিয় ধারাবাহিক ‘আরতি অঞ্জলি অবস্থি’ সিরিয়ালে দেখা যাবে তাকে। এই ধারাবাহিকটি বাংলা গীতাএলএলবি ধারাবাহিকের অনুকরণে তৈরি। হিন্দি সিরিয়ালটি লিপ নিয়ে নতুন গল্প আনতে চলেছে। আর হিন্দি মেগাতেই এক গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে ‘খড়কুটো’র সাজি থুড়ি সোনালকে। অভিনেত্রী নিজেই সোশ্যাল মিডিয়ায় সেই সুখবর শেয়ার করে নেন।