নেগেটিভ রোল হোক বা সাধারণ গৃহিনীর চরিত্র, সবেতেই অভিনেত্রী হিসাবে নিজের দক্ষতার পরিচয় দিয়েছেন অভিনেত্রী সোমাশ্রী ভট্টাচার্য। এর আগে বহু ধারাবাহিকে অভিনেত্রীকে দেখা গেছে খল চরিত্রে। শুধু তাই নয়, ‘উড়ান’-এ তার ইতিবাচক চরিত্রটিও মন কেড়েছিল দর্শকের। করুণাময়ী রানি রাসমণি তে জগদম্বার ছেলের বউ ‘প্রসন্ন’র চরিত্রটিও বেশ প্রশংসিত।
তবে ফের আরও একবার নতুন গল্পে নতুন রুপে পর্দায় ফিরছেন সোমাশ্রী। তবে কোন ধারাবাহিকে দেখা মিলবে অভিনেত্রীর? আজ থেকেই স্টার জলসার পর্দায় আসতে চলেছে নতুন ধারাবাহিক ‘ও মন দরদিয়া’। ধারাবাহিককে মুখ্য ভূমিকায় অভিনয় করবেন রণিতা দাস ও অভিনেতা বিশ্বজিৎ ঘোষ। বিশ্বজিৎ ও রণিতার জুটিকে এই প্রথম পর্দায় দেখতে চলেছেন দর্শক। সাথে খল চরিত্রের চমকও রয়েছে গল্পে।
গল্পে নায়ক-নায়িকার খবর যখন সামনে এসেছে তখন খল চরিত্রই বা বাকি থাকে কেন? এই ধারাবাহিকে খলনায়িকার সংখ্যা দুই। খলনায়িকার চরিত্রে অভিনয় করবেন সোমাশ্রী ভট্টাচার্য। সোমাশ্রীর পাশাপাশি ধারাবাহিকে ধূসর চরিত্রে অভিনয় করবেন অভিনেত্রী তনুকা চট্টোপাধ্যায়। ধারাবাহিকে ফাহিম মির্জাকেও দেখা যেতে চলেছে নেতিবাচক চরিত্রে।
তবে এবার রণিতার সঙ্গে সোমাশ্রী কতটা তালে তাল মিলিয়ে অভিনয় করতে পারবেন সেটাই এখন দেখার।