অভিনেত্রী সোমা ব্যানার্জি, বাংলা টেলিভিশনের জনপ্রিয় মুখ। ‘জন্মভূমি, ‘পরী’ থেকে শুরু করে ‘মা’,এরপর ‘অপরাজিতা অপু’ এবং ‘উমা’ ধারাবাহিকে কখনও নায়িকার শাশুড়ি কিংবা মায়ের চরিত্রে অভিনয় দিয়ে মন ছুঁয়েছেন দর্শকের। টেলিভিশনে শাশুড়ি হিসেবে অভিনেত্রীর জনপ্রিয়তা আকাশছোঁয়া।
সম্প্রতি এক সাক্ষাৎকারে মনের দুঃখ প্রকাশ করলেন অভিনেত্রী। পর্দায় আমরা অভিনেত্রীদের যতটা হাসিখুশি দেখি, বাস্তব জীবন তাদের অতটাও সুন্দর হয়না। তবে ভালো-মন্দ নিয়েই মানুষের জীবন। জীবনে না পাওয়ার গল্প সকলের সাথে ভাগ করে নেন।
অভিনেত্রীর আক্ষেপ, একজন ভালো জীবনসঙ্গী পেলেন না তিনি। এমন কাউকে পেলেন না যার বুকে মাথা রেখে তিনি দুঃখ প্রকাশ করতে পারবে। তবে কি বৈবাহিক জীবন সুখের নয় অভিনেত্রীর?
পুরো ঘটনাটাই আসলে মজার ছলে ঘটে। এখনও পর্যন্ত যে কটা ধারাবাহিকে অভিনেত্রী কাজ করেছেন তাতে তার বিপরীতে থাকা অভিনেতারা সকলেই অভিনেত্রীর থেকে হাইটে ছোট, নয়ত সমান হাইটের। তাই তাদের কাঁধে মাথা রাখতে পারলেও বুকে মাথা রেখে দুঃখ প্রকাশ করতে পারেনি আজ অব্দি। শুটিং চলাকালীন তাকেই নিচু হতে হয়। জীবনের এটা একটা বড় আক্ষেপ অভিনেত্রীর।