বাংলা ধারাবাহিকের জগতে একজন জনপ্রিয় অভিনেত্রী হলেন সোমা ব্যানার্জী। বেশিরভাগ সময় দর্শক অভিনেত্রীকে মা শাশুড়ি মায়ের চরিত্রেই দেখেছেন। যেকোনো চরিত্রেই অভিনেত্রীর অভিনয় সত্যি অসাধারণ।
এবারে নিজের মনের ইচ্ছে পূরণ করলেন সোমা। নিজেই জানালেন সেই কথা। দীর্ঘ কয়েক বছর ধরেই মনের মধ্যে তার এই ইচ্ছে জমিয়ে রেখেছিলেন অভিনেত্রী। যার জন্য ১৮ বছর অপেক্ষাও করেছেন তিনি। অবশেষে সেই ইচ্ছে পূরণ হতে চলেছে তার। থিয়েটারের মঞ্চ থেকে অভিনয় যাত্রা শুরু করলেও মাঝে ধারাবাহিকের কাজের কারণে থিয়েটারের মঞ্চ থেকে দূরে ছিলেন।
এবার দীর্ঘ ১৮ বছর পরে আবারও নাটকের মঞ্চে নিজের মনের মত চরিত্রে অভিনয়ের সুযোগ পেলেন সোমা। ‘সুন্দরম’-এর নতুন প্রযোজনা ‘লাহোর ১৯৪৭’-এ দেখা যাবে অভিনেত্রীকে। ১৫ আগস্ট বাংলা অ্যাকাডেমিতে দুপুর ৩ টে আর সন্ধে ৬টায় ডবল শো রয়েছে অভিনেত্রীর।
এই প্রসঙ্গে সোমার কথায়, ‘যখনই সিরিয়াল বা সিনেমায় কোনও একটা পারফর্ম্যান্স করতাম, খালি মনে হতো এটা যদি নাটকের মঞ্চে হয়, তা হলে কী ভালোই না হতো। অন্য কী ভাবে করতে পারতাম বার বার ভাবতে থাকি। আমি যেহেতু খুব থিয়েটার দেখতে যাই। তাই ভীষণ মিস করতাম।’
‘আদৌ কখনও ওই জায়গায় আবারও ফিরে যেতে পারব কি না মনে প্রশ্ন জাগত। আপাতত সেই স্বপ্নপূরণ হতে চলেছে। আজ আমি যেখানে আছি, সবটা নাটকের মঞ্চের জন্য। তাই এই মাধ্যমের গুরুত্ব আমার কাছে অপরিসীম’
এই মুহূর্তে অভিনেত্রীকে দেখা যাচ্ছে মিত্তির বাড়ি ও দাদামণি ধারাবাহিকে অভিনয় করতে কিন্তু এর মাঝেও নাট্যমঞ্চে ফিরেছেন অভিনেত্রী।