অভিনেত্রী সোহিনী সান্যাল বাংলা টেলিভিশন জগতের এক জনপ্রিয় মুখ। বর্তমানে ‘গাঁটছড়া’ ধারাবাহিকে মায়ের চরিত্রে অভিনয় করছেন এই অভিনেত্রী। এর আগে তাকে ‘মন ফাগুন’ ধারাবাহিকে দেখা গিয়েছিল। তাছাড়াও একাধিক সিরিয়ালে কাজ করেছেন তিনি।
তবে জানলে অবাক হবেন, যথেষ্ট ভালো অভিনেত্রী হওয়া সত্ত্বেও তিনি নাকি এই অভিনয় জগতে প্রথমে আসতেও চাননি বরং বড় ডাক্তার হতে চেয়েছিলেন। পারিবারিক অভাবের জন্যই তার সেই স্বপ্ন পূরণ হয়নি। সম্প্রতি টলিউড ফোকাস কলকাতা নামের একটি সংবাদমাধ্যমে অভিনেত্রী তার জীবনের কিছু অভিজ্ঞতা শেয়ার করেন।
সোহিনী সান্যাল জানান, ক্যারিয়ারের প্রথমে তিনি অভিনয় জগতে আসতে চাননি। কিন্তু সংসারের অভাবের কারনেই কলেজে থাকতে মডেলিং আসা। সেই সময় তার নৃত্যশিক্ষিকা তাকে অভিনয়ে আসার পরামর্শ দিয়েছিলেন। ধীরে ধীরে চেষ্টা করার পর প্রথম ডিডি বাংলার ‘সোনার বাংলা’ ধারাবাহিকে পার্শ্ব চরিত্রে সুযোগ আসে। সেই থেকেই অভিনয় জীবনের যাত্রা শুরু।
তবে বহুবার তাকে চরম ব্যর্থতার মুখে পরতে হয়। একটা সময় টলিউড ইন্ডাস্ট্রিতে তাকে একঘরে করে দেওয়া হয়েছিল। যদিও সেই কারণ আজও অভিনেত্রীর জানা নেই। তবে তিনি হার মানেন নি। বে যশ, খ্যাতি বা পুরস্কার পাওয়ার জন্য নয়, বরং ইন্ডাস্ট্রিতে এসেছিলেন শিক্ষা নিতে। নিজের প্রতিভার জেরে আবার তিনি উঠে দাঁড়িয়েছেন। আজ তার অভিনয় দর্শকের প্রশংসা পাচ্ছে।