যথেষ্ট স্পষ্টবাদী অভিনেত্রী! ‘ইন্ডাস্ট্রিতে এসে শুনেছিলাম ফেভারিটিজম থাকে’, স্বজনপোষণ নিয়ে মুখ খুললেন ‘কার কাছে কই মনের কথা’ খ্যাত বিপাশা ওরফে স্নেহা

স্নেহা চট্টোপাধ্যায়

স্নেহা চট্টোপাধ্যায়, বাংলা টেলিভিশন জগতে জনপ্রিয় অভিনেত্রী। দুর্দান্ত অভিনয় দিয়ে সকলের মনে জায়গা করে নিয়েছেন এই অভিনেত্রী। তা ‘সুবর্ণলতা’র সেজ বউ হোক বা ‘ইন্দুবালা’র লছমী, সব ক্ষেত্রেই তার অসাধারণ অভিনয়। একের পর এক সিরিয়ালে অভিনয় করে গিয়েছেন নায়িকা। এখানেই শেষ নয়, সিরিয়ালের পাশাপাশি বেশ কিছু সিনেমাতেও দেখা গেছে অভিনেত্রীকে।

‘নন ফিকশন শো’ ভ্যাবাচ্যাকা-র মাধ্যমেই টেলিভিশন জগতে পা রাখেন স্নেহা। তবে এই মুহূর্তে ‘কার কাছে কই মনের কথা’ ধারাবাহিকে বিপাশা চরিত্রে তাকে দেখছেন দর্শক।

ব্যক্তিগত জীবন হোক বা ক্যারিয়ার, যথেষ্ট স্পষ্টবাদী এই অভিনেত্রী সম্প্রতি টলিপাড়ার স্বজনপোষণ নিয়ে মুখ খুললেন। এক সংবাদ মাধ্যমে স্নেহা জানান, “ইন্ডাস্ট্রিতে আসার পর শুনেছিলাম ফেভারিটিজ়ম থাকে এবং আমি দেখেওছিলাম সেটা আছে। অনেকে এটাকে অন্যায় হিসাবে দেখলেও, আমি এখানে অন্যায় কিছু দেখতে পাই না।”

তিনি আরও বলেন, “প্রত্যেকটা হাউজ় একেকটা করে আর্টিস্ট ব্যাঙ্কিং নিয়ে কাজ করে। অন্য হাউজ়ের সঙ্গে আর্টিস্টের ডেট শেয়ারিং করতে গেলে নানারকমের সমস্যা হয়। অনেক অপ্রীতিকর পরিস্থিতিও তৈরি হয়। তা এড়িয়ে চলার জন্য প্রত্যেক হাউজ় নিজের মতো করে আর্টিস্ট ব্যাকিং করে। সেখানে কিছুটা স্বজনপোষণ চলেই আসে।”

অভিনেত্রী যোগ করেন, “সত্যি বলতে, আমাদের মানুষে-মানুষের মধ্যেও তো ফেভারিটিজ়ম থাকে। আমি একজনকে ভালবাসি, আর একজনকে বাসি না। এরকমটা তো হয়। সেটা প্রযোজক-অভিনেতার মধ্যেও হতে পারে। তবে বিষয়টাকে খুব নেতিবাচকভাবে আমি দেখি না।”

Source: tv9bangla  . com