৩৭-এ পা দিলেন ছোটপর্দার অনিকেত! রণজয়ের জন্মদিনে মিষ্টি শুভেচ্ছা বার্তা পাঠালেন গুড্ডি ওরফে অভিনেত্রী শ্যামৌপ্তি মুদলি

অভিনেতা রণজয় বিষ্ণু

গতকাল অর্থাৎ ২২ শে মার্চ ছোটপর্দার অনিকেত ওরফে অভিনেতা রণজয় বিষ্ণু’র জন্মদিন ছিল। ৩৭ বছরে পা দিলেন অভিনেতা। বর্তমানে কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকে অভিনয় করে দর্শকের মন জিতে নিয়েছেন। অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্যের বিপরীতে অভিনয় করে দর্শকের মন জিতেছেন।

কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকের আগে গুড্ডি সিরিয়ালে অভিনয় করে দর্শকের প্রশংসা পেয়েছিলেন। বর্তমানে তার আর গুড্ডি অর্থাৎ অভিনেত্রী শ্যামৌপ্তি মুদলির প্রেম নিয়ে সোশ্যাল মিডিয়ায় গুঞ্জন শোনা যায়।

অনেকেই বলেন তারা চুপিসারে প্রেম করছেন। যদিও তারা নিজেদের ভালো বন্ধু হিসাবে দাবি করে থাকেন। তবে মাকজেমধেই তাদের একসঙ্গে দেখা যায়। ভক্তরা বুঝতে বাকি নেই তাদের মধ্যে কোনও স্পেশাল সম্পর্ক রয়েছে।

এবার চর্চিত প্রেমিকের জন্মদিনে মিষ্টি শুভেচ্ছা বার্তা শেয়ার করলেন শ্যামৌপ্তি। ছবি পোস্ট করে রণজয়ের উদ্দেশ্যে লিখলেন, “ভালো মানুষ তুমি, এই সততা এবং সামাজিকবোধ তোমার জীবনে এক নতুন আলোর সন্ধান নিয়ে আসুক.এভাবেই জীবন যুদ্ধে এগিয়ে যাও আরো ভালো কাজ করো। পাশে আছি। শুভ জন্মদিন, ভালো থাকো, হাসিখুশি থাকো।”