আপনাদের আগেই জানিয়েছিলাম ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্যের মা অসুস্থ। এর আগে এক সংবাদমাধ্যমের কাছে অভিনেত্রী জানিয়েছিলেন “মায়ের জন্য একটু প্রার্থনা করুন।”
অভিনেত্রী মুখ থেকে জানা যায়, “অভিনেত্রীর জন্মদিনের পরেরদিন অসুস্থ হয়ে পড়েন তার মা। তড়িঘড়ি করে কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি করতে হয়। ১০২-১০৩ জ্বর ছিল। তবে ডেঙ্গু পরীক্ষা করানো হলে রিপোর্ট নেগেটিভ আসে।”
শ্বেতা আরও জানিয়েছিলেন তার মায়ের মায়ের কোনও সেন্সই কাজ করছিল না। যা জিজ্ঞাসা করা হচ্ছে ভুল উত্তর দিচ্ছিল। রক্তে অক্সিজেনের পরিমান খুব কম। হিমোগ্লোবিনের মাত্রাও কমে গিয়েছিল। তবে এখন কেমন আছেন তিনি?
এক সংবাদমাধ্যমের কাছে তিনি জানিয়েছেন, “এখন তার মা সুস্থ আছে। তবে বিপদ কাটেনি এখনও। দুদিন হল বাড়িতে নিয়ে এসেছেন। ১০ দিন পর আবার রক্ত পরীক্ষা করতে হবে তাহলে ঠিক আছে কিনা বোঝা যাবে।”
সামনে পুজো। মায়ের অসুস্থতার কারণে ভালো নেই শ্বেতার মন। তবে পুরোপুরি বিশ্রামে থাকলে পুজোর আগে সুস্থ হয়ে উঠবেন অভিনেত্রীর মা।