টেলিভিশন পর্দায় জনপ্রিয় অভিনেত্রী শ্রুতি দাস। ‘ত্রিনয়নী’, ‘দেশের মাটি’র হাত ধরে বিপুল জনপ্রিয়তা অর্জন করেন। বাস্তব জীবনে তিনি একজন লড়াকু মেয়ে। অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর সৎ সাহস রাখতে জানেন। তবে এবার সোশ্যাল মিডিয়ায় এক অন্য রুপ ধরা দিল অভিনেত্রীর। সামনে এল শ্রুতির উদার মনের মানসিকতার পরিচয়।
গত রবিবার পথশিশুদের পাশে দাঁড়ালেন অভিনেত্রী শ্রুতি দাস। বিশিষ্ট সমাজসেবী পাপিয়া করের ডাকেই সেখানে হাজির হন অভিনেত্রী। অভিভাবক হারা ওই বাচ্চাদের মুখে হাসি ফোটাতে পৌঁছে গিয়েছিল সে। গোটা দিনটা তাদের সাথে কাটাতে পেরে সমাজসেবী পাপিয়া করকে ধন্যবাদ জানায় অভিনেত্রী। শ্রুতির পোস্ট থেকে জানা গিয়েছে এই পথশিশুদের ঠিকানা “এস্পল্যানেড মেট্রো স্টেশনের দু নম্বর গেট দিয়ে বেরিয়ে ট্রাম ডিপোর দিকে”।
নিজের সোশ্যাল মিডিয়া একাউন্টে বাচ্চাদের সঙ্গে তোলা কিছু ছবি শেয়ার করে শ্রুতি লেখেন, “কাল রাতে শো করে আজ সকাল ছ’টায় যখন বাড়ি ঢুকলাম একবার ভেবেছিলাম , ওদের জানিয়ে দেব সামনের রবিবার যাব,আজ শরীর দিচ্ছেনা। কিন্তু বারবার কানে একটা কথাই বাজছিল: “আমার বাচ্চারা সারারাত জেগে ডেন্ড্রাইটের নেশা করত, কিন্তু এখন সারারাত জেগে হাতের কাজ এর নেশা করে, নাচ গান করে, লেখাপড়া করে, তুমি আসবে এই আনন্দে ওরা নিজের হাতে উপহার বানিয়েছে, তুমি আসবে তো?” আমি কাউকে কথা দিলে সেই কথা রাখি খুব অসুবিধা না হলে”।
পাশাপাশি অভিনেত্রী আরও জানান, “আমি একজন সাধারণ নাগরিক হিসেবে কথা দিচ্ছি সাধ্যমতো পাশে থাকব সমাজের সব শ্রেণীর মানুষের পাশে। আর যদি কোনোদিন যথাযথ অর্থ উপার্জন করতে পারি আমার শিল্পী সত্ত্বা দিয়ে, আমি কিছু করে যাব এই সকল মানুষদের জন্য”।