‘আমার প্রাক্তন স্বামী একজন…’, বিয়ে ভাঙার কারণ জানালেন অভিনেত্রী শোলাঙ্কি রায়

অভিনেত্রী শোলাঙ্কি রায়

পর্দার বাইরে তারকাদের জীবনে রয়েছে অনেক উত্থান-পতন। কেউ কেউ জনসাধারণের কাছে নিজের ব্যক্তিগত জীবন তুলে ধরে আবার কেউ নিজের ব্যক্তিগত জীবন ব্যক্তিগত রাখতেই পছন্দ করেন। যেমন অভিনেত্রী শোলাঙ্কি রায়।

ছোটপর্দার হাত ধরে তার ক্যারিয়ার শুরু। নাম যশ, খ্যাতি মিলেছেন ছোটপর্দা থেকেই। ইচ্ছেনদী, প্রথমা কাদম্বিনী, গাঁটছড়া’র মতো একের পর এক জনপ্রিয় ধারাবাহিক দর্শকদের উপহার দিয়েছেন শোলাঙ্কি। যা কখনোই ভোলার নয়।

বর্তমানে টলিউডের একজন সফল অভিনেত্রী শোলাঙ্কি রায়। এত জনপ্রিয়তা সত্ত্বেও নিজের ব্যক্তিগত জীবন সকলের সামনে তুলে ধরতে নরাজ। অভিনেত্রীর মতো তারকা মানেই তাদের ব্যক্তিগত জীবনের আশি শতাংশ প্রকাশ হয়ে যায়, তাই বাকি কুড়ি শতাংশ নিজের মধ্যে রাখার চেষ্টা করেন। আসলে তারকা মানেই নিয়মিত কোথায় যাচ্ছি, কত দামি গাড়ি কিনছি তা শো অফ করার পক্ষপাতী নন শোলাঙ্কি।

তাই তো ২০২৩ সালে তার প্রথম বিয়ে ভাঙলেও তার দর্শকেরা আঁচও করতে পারেনি। ২০১১ সালে ছোটবেলার বন্ধু শাক্য বসুকে বিয়ে করেন। এরপর বাইরে চলে যান তারা। দীর্ঘ বছর অভিনয় জগত থেকে দূরে ছিলেন। আচমকাই ফিরে আসেন। তবে কেউ টের পায়নি অভিনেত্রীর জীবনে সেই সময় কোন ঝড় বইছে।

সত্যিই বেশিদিন চাপা থাকে না। তাই সেই খবর সামনে আসতেই সকলের সামনে ডিভোর্সের খবর অকপটে শিকার করেন নেন শোলাঙ্কি।

শাক্য বসুর সাথে কেন ভাঙল শোলাঙ্কির ঘর? এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানান, ‘আমার প্রাক্তন স্বামী খুব ভালো মানুষ। আমাদের মধ্যে আজও যোগাযোগ রয়েছে। আমার মনে হয় দূরত্বটা আমাদের ঘর ভাঙার কারণ’।

আসলে কর্মসূত্রে নিউজিল্যান্ডে থাকেন শাক্য। বিয়ের পর কিছুদিন সেখানে গিয়ে অভিনয় টানে কলকাতায় ফিরে আসেন শোলাঙ্কি। তাই বিবাহ বিচ্ছেদের কারণ হিসাবে দূরত্বটাকে কারণ হিসাবে দেখছেন।