
বাংলা টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী শোলাঙ্কি রায় (Solanki Roy)। ‘ইচ্ছেনদী’, ‘গাঁটছড়া’ ধারাবাহিকের পর বহুদিন তাকে আর ছোটপর্দায় দেখা যায়না। ছোটপর্দার পর বড়পর্দা থেকে ওয়েব সিরিজে কাজ করছেন শোলাঙ্কি।
বহুদিন তাকে ছোটপর্দায় দেখা যায়না। শেষবার তাকে ‘গাঁটছড়া’ ধারাবাহিকে খড়ি চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছিল। একেবারে নতুন ভূমিকায় ফিরতে চলেছে এই অভিনেত্রী।
গুঞ্জন শোনা যাচ্ছে জি বাংলায় আসছে নতুন ব্লুজ প্রোডাকশন হাউজের নতুন সিরিয়াল। শোনা যাচ্ছে, এই সিরিয়ালে নায়িকার জন্য প্রস্তাব এসেছে শোলাঙ্কির কাছে।
