বাংলা টেলিভিশনের একজন খ্যাতনামা অভিনেত্রী হলেন শোলাঙ্কি রায়। যিনি একাধিক জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করে দর্শকের মনে বিরাজ করেছেন। তার অভিনয় এতটাই দর্শকের মন কেড়েছে যে ক্যারিয়ারে পিছন ফিরে কখনোই তাকে দেখতে হয়নি।
সিরিয়ালের গণ্ডি পেরিয়ে চুটিয়ে কাজ করছেন সিনেমা এবং ওয়েব সিরিজে। কিছুদিন আগেই তার অভিনীত সিরিজ ‘বিষহরী’ ভালো সাফল্য পেয়েছে ওটিটি প্ল্যাটফর্মে। তবে এবার ‘রান্নাবাটি’ নিয়ে পর্দায় ফিরছেন শোলাঙ্কি।
না না এখনি ছোটপর্দায় ফেরার সম্ভবনা নেই তার। বরং আবার সিনেমায় করতে চলেছেন ‘গাঁটছড়া’র খড়ি। বড়পর্দায় তাকে শেষবারের মতো দেখা যায় ‘শহরের উষ্ণতম দিনে’ ছবিতে। এই ছবিতে অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়ের সঙ্গে জুটি বেঁধেছিলেন। বিক্রমের সঙ্গে তার জুটি ছোটপর্দা থেকেই জনপ্রিয়। বাংলার আইকনিক ধারাবাহিক ‘ইচ্ছেনদী’তে এই জুটি দর্শকের দৃষ্টি আকর্ষণ করেছিল।
প্রতিম গুপ্তর আগামী ছবি ‘রান্নাবাটি’তে দেখা যাবে শোলাঙ্কিকে। ‘রান্নাবাটি’ সিনেমায় শোলাঙ্কি ছাড়াও থাকবেন সোহিনী সরকার, ঋত্বিক চক্রবর্তী, অনির্বাণ চক্রবর্তীর মতো জনপ্রিয় তারকারা। বলাই বাহুল্য, শোলাঙ্কির কারিয়ার এখন ঊর্ধ্বমুখী।