মা হতে চলেছেন জনপ্রিয় অভিনেত্রী শরমিন সেগল। বিয়ের দেড় বছরের মধ্যেই খুশির খবর শোনালেন অভিনেত্রী। শীঘ্রই আমন মেহতা এবং শরমিনের সংসারে আসতে চলেছে নতুন অতিথি।
সঞ্জয় লীলা বনসালির প্রথম তথা জনপ্রিয় সিরিজ হীরামান্ডি: দ্য ডায়মন্ড বাজার সিরিজে অভিনয় করে জনপ্রিয়তা পেয়েছিলেন অভিনেত্রী শরমিন সেগল। মা হওয়ার সুখবর নিজেই সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিলেন।
ইনস্টাগ্রামে সুখবর জানিয়ে লেখেন, ‘সুখবর বনসালি এবং সেগলদের বাড়ির দরজায় জোরে কড়া নাড়ছে। শরমিন শীঘ্রই মা হতে চলেছে।’