ক্যারিয়ারের পিছনে ছুটতে গিয়ে মা হওয়া হল না, আক্ষেপ ‘শ্রীময়ী’র খ্যাত ‘মিঠুদি’র ওরফে শর্মিলা দাসের

অভিনেত্রী শর্মিলা দাস

‘শ্রীময়ী’ ধারাবাহিকের মিঠু’দিকে মনে পড়ে?  ধারাবাহিকে ‘মিঠু’দি চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেত্রী শর্মিলা দাস। যিনি বাংলা টেলিভিশনের অন্যতম জনপ্রিয় মুখ তিনি। একাধিক বাংলা ধারাবাহিকে অভিনয় করেছেন।

শ্রীময়ী ধারাবাহিকে সবচেয়ে বেশি খ্যাতি অর্জন করেছিলেন। তবে জানেন কি পর্দায় শ্রীময়ী আর মিঠুদির যেমন মনের মিল ছিল, ঠিক তেমনি বাস্তবে দুজনের ভাগ্যের সাথে মিল রয়েছে। অভিনেত্রী ইন্দ্রাণী হালদার নিজের ক্যারিয়ের জন্য যেমন মা হতে পারেননি ঠিক তেমনি তার মিঠুদি অর্থাৎ অভিনেত্রী শর্মিলা দাসেরও ক্যারিয়ারের পিছনে ছুটতে গিয়ে মা হওয়ায় হয়নি।

সম্প্রতি আম অর্পিতা নামক এক ইউটিউব চ্যানেলের এক সাক্ষাৎকারে নিজের জীবনে এই আক্ষেপ ভাগ করে নিয়েছেন অভিনেত্রী। তিনি জানিয়েছেন, ‘জীবনে সিরিয়াল করব, বা সিনেমা করব বা এই জগতে থাকব বলে আমি আর আমার স্বামী সন্তান না নেওয়ার সিদ্ধান্ত নেই। এর পিছনে আমার স্বামীর সম্পূর্ণ সমর্থন ছিল, না হলে এটা সম্ভব হত না’।

তিনি আরও বলেন, খুব পরিশ্রম করেই এই ইন্ডাস্ট্রিতে জায়গা করে নিয়েছেন। সেই জায়গাটা হারানোর ভয় ছিল তাই মা হওয়ার পর যদি সন্তানকে বড় করতে অভিনয় জগত থেকে দূরে চলে যাওয়ার ভয় কাজ করেছিল। তবে তিনি গর্ভে সন্তান ধারণ না করলেও তিনি অনেকের মা। পর্দায় যখন মা ডাক শোনেন সব আফসোস দূর হয়ে যায়।

প্রসঙ্গত, ২৩ বছর ধরে এই ইন্ডাস্ট্রিতে রয়েছেন শর্মিলা। থিয়েটারের মাধ্যমেই অভিনয় জীবনে হাতেখড়ি। ইটিভি-র এক টেলি ফিল্মে প্রথম ছোটপর্দায় কাজ করেন।