নায়িকা থেকে সোজা পার্শ্বচরিত্রে! ‘বাবা অসুস্থ ছিলেন’, মুখ খুললেন ‘ফুলকি’র ভিলেন শার্লি মোদক

অভিনেত্রী শার্লি মোদক

অভিনেত্রী শার্লি মোদক, ছোটপর্দার দর্শকের কাছে জনপ্রিয় মুখ। বর্তমানে ‘ফুলকি’ ধারাবাহিকে ভিলেন চরিত্রে তাকে দেখা যাচ্ছে। এর আগে ‘লক্ষ্মী কাকিমা সুপারস্টার’ ধারাবাহিকে প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন। পর্দায় হংসীনি চরিত্রটি ভালো জনপ্রিয়তা পেয়েছিল।

‘চিরদিনিই তুমি যে আমার’, ‘ভাগ্যলক্ষ্মী’ ধারবাহিকে নায়িকার চরিত্রে অভিনয় করে পেয়েছিলেন প্রশংসা। তবে আচমকাই নায়িকা থেকে পার্শ্বচরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী। আর তার জন্যই তাকে শুনতে হছে বহু কটাক্ষ। নিন্দুকেরা বলেছেন, দীর্ঘ ৯ মাস নাকি তিনি কোনও কাজ পাচ্ছিলেন না। তাই নাকি বাধ্যই হয়েই ভিলেন চরিত্রে অভিনয় করছেন। সত্যিই কি তাই। এই প্রসঙ্গে এই প্রথম হিন্দুস্তান টাইমস বাংলার কাছে মুখ খুলতে দেখা গেল শার্লিকে।

হিন্দুস্তান টাইমস বাংলাকে অভিনেত্রী জানিয়েছেন, “‘তিনটে সিরিয়াল করেছি নায়িকা হিসাবে। সেখান থেকে ৯ মাস বসেছিলাম। ৯ মাসে অনেক কাজের অফার পেয়েছি। কিছু লিড চরিত্র পেয়েছি, অনেক নেগেটিভ চরিত্রের অফারও পেয়েছি, কিন্তু ব্যক্তিগত কারণে করতে পারিনি। আসলে বাবা অসুস্থ ছিল। ৯ মাস পর ভাবলাম, এবার ফিরতে হবে। আমি কাজ পাচ্ছিলাম না এমনটা নয়। এরপর জি বাংলা থেকে আমি একটা অফার পাই। আসলে সবাই তো সারাজীবন নায়িকা হতে পারবে না। একটা সময় তো সকলকেই পার্শ্ব চরিত্রে অভিনয় করতে হবে। নায়িকা চরিত্রে অভিনয় করছি না, এমন কিছু মাথায় আসেনি। চরিত্রটাকে শুনে মনে হয়েছিল কিছু এক্সপেরিমেন্ট করতে হবে। কোথাউ গিয়ে টাইপ-কাস্টের একটা ব্যাপার চলে আসে। তবে মনে হয়েছিল আমি যদি নিজেকে নিয়ে পরীক্ষা-নীরিক্ষা করি, তাহলে আমাকে নিয় অন্যরাও অন্যরকম কিছু চরিত্র ভাববে। অভিনয় বিষয়টা আমার খুব ভালো লাগে, তাই এই সিদ্ধান্তটা নেওয়া’।

Source: bangla . hindustantimes . com