ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী শার্লি মোদক এই মুহূর্তে জি-বাংলার ‘ফুলকি’তে অভিনয় করছে। ধারাবাহিকে খলনায়িকা শালিনীর চরিত্রে দেখা যাচ্ছে তাকে। এর আগে মুখ্য চরিত্র, পজেটিভ চরিত্রে অভিনয় করলেও এই প্রথমবার ভিলেন চরিত্রে দেখা গেছে তাকে।
খলনায়িকা শালিনীর চরিত্রে ভালোই জনপ্রিয়তা পেয়েছেন। অভিনেত্রী এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন ভাল কাজ করা, অভিনয় করাটাই তার লক্ষ্য। তবে ভিলেন চরিত্রেই তিনি বেশি খ্যাতি পেয়েছেন।
এবার সিরিয়ালের গন্ডি পেরিয়ে নতুন জার্নিতে পা রেখেছেন শার্লি। ওয়েব সিরিজে ডেবিউ করছেন অভিনেত্রী। ‘নিখোঁজ ২’-তে ওয়েব সিরিজে অভিনয় করেছেন। নিজেই সিরিজের একটি দৃশ্য তুলে সকলকে সুখবর জানিয়েছেন এবং সিরিজটি দেখার অনুরোধ জানান ভক্তদের।
View this post on Instagram