এবার পর্দায় ইচ্ছাধারী নাগিন হয়ে ফিরছেন ‘ঠিক যেন লাভ স্টোরি’ খ্যাত অভিনেত্রী সৈরিতি বন্দ্যোপাধ্যায়

অভিনেত্রী সৈরিতি বন্দ্যোপাধ্যায়

বাংলা টেলিভিশন পর্দার অতি পরিচত মুখ অভিনেত্রী সৈরিতি বন্দ্যোপাধ্যায়। জি-বাংলার ঠিক যেন লাভ স্টোরি ধারাবাহিকে নায়িকার চরিত্রে অভিনয় করেই মিলেছিল জনপ্রিয়তা। এরপর একাধিক বাংলা ধারাবাহিকে কখনো পজেটিভ তো আবার কখনো নেগেটিভ চরিত্রে কাজ করেছেন তিনি।

শুধু বাংলা সিরিয়াল নয়, সৈরিতি কাজ করেছেন বড়পর্দায়ও। তবে এবার একেবারে অন্যরকম ভূমিকায় তাকে দেখা যাবে ছোটপর্দায়। জি-বাংলার নতুন চ্যানেল ‘জি-বাংলা সোনার সংসার’। আর এই নতুন চ্যানেলে আসছে একাধিক ধারাবাহিক থেকে নন-ফিকেশন শো।

আর এই চ্যানেলে আজ থেকে শুরু হবে এক নতুন মেগা ধারাবাহিক ‘বেদেনি জ্যোৎস্নার অমর প্রেম’। ছবি ‘বেদের মেয়ে জ্যোৎস্না’র অনুকরণে তৈরি এই মেগার গল্প। ধারাবাহিকের মুখ্য চরিত্রে দেখা মিলবে অভিনেত্রী ‘বরন’ ধারাবাহিকের ইন্দ্রাণী পাল এবং অভিনেতা সিদ্ধার্থ সেনকে।

এই ধারাবাহিকে খলনায়িকার চরিত্রে দেখা যাবে সৈরিতিকে। যিনি একজন ইচ্ছাধারী নাগিন ‘রোহিণী’র চরিত্রে অভিনয় করবেন। এরকম  কালজয়ী চরিত্রে অভিনয় প্রসঙ্গে আজকাল ডট ইন-কে অভিনেত্রী বলেন, “নেতিবাচক চরিত্রে অভিনয়ের মজাই আলাদা। আর রূপকথার গল্পের নেতিবাচক চরিত্ররা বরাবরই দর্শকের মনে জায়গা পেয়েছে, তাই আমিও নিজের মতো করে চেষ্টা করব এই চরিত্রটি ফুটিয়ে তোলার। একটা ছবি বা একটা গল্পের মতো হুবহু তো আর এই ধারাবাহিকটি এগোবে না। গল্পের খাতিরে অনেক পরিবর্তন আসবে। তবে রূপকথার গল্পের যেকোনও চরিত্রেই কাজ করতে খুব ভাল লাগে। তাই আশা করব, দর্শক আমাদের প্রত্যেককে ভালবাসা দেবেন।”