ছোটপর্দায় জনপ্রিয় অভিনেত্রী সায়ন্তনী মল্লিকের জীবনে আচমকাই নেমে এলো বিপদ। অভিনেত্রীর শারীরিক কোনও সমস্যা ছিল না বলেই জানা যাচ্ছে। গত বুধবার নিজের বাড়িতে বসেই টিভি দেখছিলেন একমনে। আচমকাই ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন তিনি।
অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের শেষ হওয়ার পর ছুটিতে ছিলেন সায়ন্তনী। নিজের বাড়িতে সময় কাটাচ্ছিলেন কিন্তু আচমকাই জীবনে বিপদ নেমে আসে। বাড়িতে টিভি দেখতে দেখতে শারীরিক অস্বস্তি শুরু হয়। শরীর৷ ঠোঁটের ডানদিক বেঁকে যাচ্ছিল কয়েক সেকেন্ড৷ সাথে সাথে চিকিৎসকের কাছে নিয়ে যান অভিনেত্রী স্বামী ইন্দ্রনীল।
পরীক্ষা করে জানা যায়, মস্তিষ্কে রক্তক্ষরণ হওয়ার কারণেই অসুস্থ হয়ে পড়েছিলেন সায়ন্তনী। তিন দিন হাসপাতালে থাকার পর রবিবার বাড়ি ফিরেছেন। আপাতত চিকিৎসকের পরামর্শে ১৫ দিন পুরোপুরি বিশ্রামে থাকতে হবে। হাসপাতালে স্বামীর সাথে একটি ছবি শেয়ার করে অভিনেত্রী লেখেন, তোমাকে ছাড়া বেঁচে থাকা সম্ভব হতো না বর। ঈশ্বরকে অনেক অনেক ধন্যবাদ।’