আদৃত আর পারিজাতের অভিনীত ধারাবাহিক ‘মিত্তির বাড়ি’ ধীরে ধীরে দর্শকের মন জয় করে নিচ্ছে। টিআরপি তুলতে প্রতি সপ্তাহে নিত্য নতুন চমক আনছে এই মেগা। আবারও নতুন চরিত্র আসতে চলেছে ধারাবাহিকে।
এই নতুন চরিত্রের হাত ধরেই গল্পে মোড় পাল্টে যাবে । মিত্তির বাড়ি ধারাবাহিকে নতুন চরিত্রের নাম তন্বী বোস। আর এই চরিত্রে অভিনয় করবেন অভিনেত্রী সংঘশ্রী সিনহা মিত্র। ইতিমধ্যে তার নতুন লুক সামনে এসেছে।
তবে পজেটিভ না নেগেটিভ এখানো জানা যায়নি। প্রসঙ্গত, অভিনেত্রী সংঘশ্রী সিনহা মিত্র ছোটপর্দার জনপ্রিয় মুখ। বেশ কিছু বাংলা সিরিয়াল এবং ওয়েব সিরিজে কাজ করেছেন। এমনকি সদ্য বলিউডে রিতেশ দেশমুখের সঙ্গে কাজ করেছেন। এবার দেখার বিষয় মিত্তির বাড়িতে কি চমক আনতে চলেছেন তিনি।