বাংলা টেলিভিশনের এক জনপ্রিয় অভিনেত্রী সন্দীপ্তা সেন। একসময় ধারাবাহিকে নায়িকা হয়ে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিলেন এই অভিনেত্রী। ‘দুর্গা’, ‘টাপুর-টুপুর’, ‘প্রতিদান’, ‘তুমি আসবে বলে’ একাধিক জনপ্রিয় ধারাবাহিকের মুখ্য চরিত্রে অভিনয় করে দর্শকমহলে ব্যাপক প্রশংসা পেয়েছেন সন্দীপ্তা। একজন দক্ষ অভিনেত্রী বলা যায় তাঁকে। তবে এই অভিনেত্রীকে এখন সেভাবে ছোটপর্দায় অভিনয় করতে দেখা যায়না। কিন্তু কেন?
মাঝে ‘করুণাময়ী রানী রাসমণি’ ধারাবাহিকে মা সারদা চরিত্রে অভিনয়ের সুযোগ পেলেও তা স্বল্প সময়ের জন্য। এই মুহূর্তে যদিও তিনি ব্যস্ত ওয়েব সিরিজ নিয়ে। তাহলে কি আর সন্দীপ্তা ধারাবাহিকে কাজ করবেন না? এই প্রসঙ্গেই হিন্দুস্তান টাইমস বাংলার কাছে মুখ খুলতে দেখা গেল অভিনেত্রীকে।
অভিনেত্রী বলেন, “ধারাবাহিকের পর একটা দীর্ঘ বিরতি নিয়ে ছিলাম। তারপরে আর সেভাবে কাজের প্রস্তাব আসেনি। ভালো চরিত্রের প্রস্তাব পাচ্ছি না। তবে হাল ছাড়িনি। অপেক্ষা করছি। ৫০ বছর পর্যন্ত আমি ভালো চরিত্রের জন্য অপেক্ষা করে থাকব। অনেকেই বলেছেন আমি ভালো কাজ করি। তারা আমার সাথে কাজ করতে চান। কিন্তু কেন হচ্ছে না সেটা জানি না। অপেক্ষা করছি। নিশ্চয়ই কোনও একদিন ভালো চরিত্রের অফার পাব”।
Source: bangla . hindustantimes . com